বনগাঁ ও অশোকনগর-কল্যাণগড়ের জন্য মনোনয়নপত্র জমা দিলেন বাম প্রার্থীরা।
মঙ্গলবার বারাসতে জেলা শাসকের দফতরে অশোকনগর-কল্যাণগড় পুর এলাকার ২৩টি ওয়ার্ডের মধ্যে ২২টি ওয়ার্ডের জন্য মনোনয়ন জমা দিয়েছেন বাম প্রার্থীরা। বাকি ১৯ নম্বর ওয়ার্ডে বুধবার মনোনয়ন জমা দেওয়া হবে বলে জানানো হয়েছে বামেদের তরফে। ২৩ টি ওয়ার্ডের মধ্যে ১৫টি ওয়ার্ডে সিপিএম, ৬টি ওয়ার্ডে সিপিআই ও দু’টি ওয়ার্ডে বাম-সমর্থিত নির্দল প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। সিপিএম প্রার্থী হিসাবে এ দিন অশোকনগরের প্রাক্তন বিধায়ক সত্যসেবী কর ৯ নম্বর ওয়ার্ডে ও ১০ নম্বর ওয়ার্ডে প্রাক্তন বিধায়ক ও পুর চেয়ারম্যান শর্মিষ্ঠা দত্ত মনোনয়ন জমা দেন।
২০১০ সালের পুরভোটে ২২টি ওয়ার্ডের মধ্যে তৃণমূল পেয়েছিল ২০টি আসন। সিপিএম পেয়েছিল ২টি আসন। সিপিএম জিতেছিল ১০ নম্বর ও ২২ নম্বর ওয়ার্ডে। দুই জয়ী কাউন্সিলরের মধ্যে এ বার প্রার্থী হতে পারেননি ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নিরুপমা ঘরামি। ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চিত্তরঞ্জন বিশ্বাসকে দল এ বার প্রার্থী করেছে ১৩ নম্বর ওয়ার্ডে। মনোনয়নপত্র জমা দিয়ে সত্যসেবীবাবু বলেন, “বিগত পুরবোর্ড ও সরকারের কাজকর্ম দেখে এই শহরের মানুষের আশাভঙ্গ হয়েছে। দালাল-মুক্ত স্বচ্ছ পুরবোর্ড গঠন আমাদের অঙ্গীকার। শহরের দল মত নির্বিশেষে মানুষ আমাদের পাশে থাকবেন।”