Advertisement
২৬ এপ্রিল ২০২৪

স্বরূপনগরে ধৃত বাংলাদেশি

সন্দেহভাজন দুই বাংলাদেশি যুবককে গ্রেফতার করল পুলিশ। শনিবার রাতে স্বরূপনগরের হাকিমপুর সীমান্ত থেকে তাদের ধরা হয়। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম মিজানুর রহমান ও মাহমাদুল হাসান।

নিজস্ব সংবাদদাতা
বসিরহাট শেষ আপডেট: ৩০ মে ২০১৬ ০১:৪১
Share: Save:

সন্দেহভাজন দুই বাংলাদেশি যুবককে গ্রেফতার করল পুলিশ। শনিবার রাতে স্বরূপনগরের হাকিমপুর সীমান্ত থেকে তাদের ধরা হয়। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম মিজানুর রহমান ও মাহমাদুল হাসান। রবিবার তাদের এসিজেএম আদালতে তোলা হলে সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, গত দু’বছর আগে তারা অবৈধ ভাবে বনগাঁর পেট্রাপোল সীমান্ত দিয়ে এ দেশে ঢোকে। এরপর বছর পঁচিশের ওই যুবকেরা উত্তরপ্রদেশের সাহারানপুরে যায়। ধৃতদের দাবি, তারা সেখানে একটি মাদ্রাসায় পড়াশোনা করে। ওই মাদ্রাসায় পড়ার জন্যই এখানে তাদের আসা।

কিন্তু পড়াশোনার জন্যই যদি আসা তা হলে অবৈধ ভাবে কেন?

এ বিষয়ে কোনও সদুত্তর দিতে পারেনি মিজানুর ও মাহমাদুল। পুলিশ জানিয়েছে, ধৃতদের কাছ থেকে কোনও বই খাতাও পাওয়া যায়নি। তাদের কাছ থেকে দুটি মোবাইল ও নথি উদ্ধার করা হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে। এ দিন বাংলাদেশ থেকে অবৈধ ভাবে এ দেশে ঢোকার সময়ে স্বরূপনগরের হাকিমপুরে বিএসএফের হাতে ৮ জন বাংলাদেশি ধরা পড়েন। তাদের মধ্যে এক মহিলাও আছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Swarupnagar arrested Police Bangladesh
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE