ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া চার দুষ্কৃতীকে গ্রেফতার করল গোপালনগর থানার পুলিশ। মঙ্গলবার রাতে স্থানীয় বৈলাপোতা মোড় এলাকা থেকে পুলিশ তাদের ধরে। পুলিশ জানিয়েছে, ধৃতদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র, গুলি, ভোজালি, রড, দা উদ্ধার হয়েছে। ধৃত তিনজনের বাড়ি বনগাঁর সুভাষপল্লি এলাকায়। অন্যজন গোপালনগরের সুন্দরপুরের বাসিন্দা। অন্য দিকে, বনগাঁ থানার পুলিশও স্থানীয় খলিতপুর এলাকার একটি আমবাগান থেকে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া তিন দুষ্কৃতীকে গ্রেফতার করেছে মঙ্গলবার রাতে। তাদের কাছ থেকে একটি গুলি-ভর্তি আগ্নেয়াস্ত্র, ভোজালি উদ্ধার হয়েছে।