পারিবারিক বিবাদের জেরে কাকার হাতে খুন হল ভাইপো। শনিবারই অভিযুক্তকে গ্রেফতার করে ব্যারাকপুর আদালতে তোলা হলে বিচারক সাত দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। পুলিশ জানায়, ব্যারাকপুরের মোহনপুর থানা এলাকার দেবপুকুরের বাসিন্দা সুন্দর বাল্মীকির সঙ্গে তার ভাইপো প্রবীণ বাল্মীকি ওরফে ছোট্টুর (১৬) শুক্রবার রাতে বচসা বাধে। তা হাতাহাতিতে পৌঁছলে আচমকাই সুন্দর ছুরি নিয়ে আক্রমণ করে ও ভাইপোকে কোপাতে থাকে বলে অভিযোগ।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, একই বাড়িতে সুন্দর ও তার ভাইয়ের পরিবার থাকে। অভিযোগ, দুই পরিবারের মধ্যেই নানা বিষয়ে অশান্তি লেগে থাকত। সুন্দর রাতে প্রায়ই মত্ত অবস্থায় বাড়িতে ফিরে স্ত্রী-সহ ভাইয়ের পরিবারকে কটূক্তি করত, যা নিয়ে আগেও বহু বার অশান্তি হয়েছে। সম্প্রতি অভিযুক্ত সুন্দরের মায়ের অবসরভাতার টাকার ভাগ নিয়ে পারিবারিক বিবাদ তুঙ্গে ওঠে। সেই সময়ে সুন্দর বচসায় জড়িয়ে স্ত্রী ও অন্য আত্মীয়দের মারতে উদ্যত হলে প্রবীণ-সহ অন্যেরা বাধা দেন। অভিযোগ, তখনই ঘর থেকে ছুরি নিয়ে এসে প্রবীণকে এলোপাথাড়ি কোপায় সুন্দর। রাতে প্রবীণকে ব্যারাকপুরের বি এন বসু মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা দেখার পরে তাকে মৃত ঘোষণা করেন।
ব্যারাকপুর কমিশনারেটের ডিসি (মধ্য) ইন্দ্রবদন ঝা বলেন, ‘‘পারিবারিক অশান্তি থেকেই খুনের ঘটনা ঘটেছে। অভিযুক্তকে গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)