ক্লাসঘরে ছাত্রীদের যৌন হেনস্থার অভিযোগ উঠল এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনায়। বৃহস্পতিবার পুলিশ সুদীপ্ত মৈত্র নামে ওই শিক্ষককে গ্রেফতার করেছে। পুলিশ পকসো আইনে মামলা রুজু করেছে।
বৃহস্পতিবার বিষয়টি জানাজানি হতেই অভিভাবক এবং বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়েন। স্কুল ছুটির পরে তাঁরা সেখানে চড়াও হন। ইটপাটকেল ছোড়া হয়। ওই শিক্ষককে আটকে রাখা হয়। পুলিশ গিয়ে অভিযুক্তকে থানায় আনে। পরে লিখিত অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় তাঁকে।
ওই স্কুলের প্রধান শিক্ষক বলেছেন, ‘‘স্কুলের অষ্টম এবং নবম শ্রেণির ছাত্রীরা আমাকে লিখিত ভাবে জানিয়েছিল, ওই শিক্ষক তাদের সঙ্গে অভব্য আচরণ করেন। আমরা কারণ দর্শানোর নোটিস দিই। কিছু অভিযোগ সত্য, কিছু অসত্য— এমনটাই জানিয়েছিলেন ওই শিক্ষক। পুলিশ জানিয়েছে, ধৃত শিক্ষকের দাবি, তিনি কড়া ধাতের মানুষ। ছাত্রীদের শাসন করেছেন, খারাপ আচরণ করেননি।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)