এক বৃদ্ধের এটিএম কার্ড হাতিয়ে নিয়ে লক্ষাধিক টাকা তুলে নেওয়ার অভিযোগ উঠল। সোনারপুরের কালিকাপুরেরবাসিন্দা শিবপ্রসাদ চক্রবর্তী নামে বছর সত্তরের ওই বৃদ্ধ দিনকয়েক আগে চম্পাহাটির বটতলা এলাকার একটি এটিএমে টাকা তুলতেযান। অভিযোগ, সেই সময়ে এক যুবক টাকা তোলায় সাহায্য করতেএগিয়ে আসে। বৃদ্ধের এটিএমকার্ডের পিন জেনে নেওয়ার পরে কিছু ক্ষণ চেষ্টা করে কাজ না হওয়ায়কার্ড ফেরত দিয়ে চলে যায় সে।পরে বৃদ্ধ ব্যাঙ্কে গিয়ে জানতে পারেন, তাঁর কাছে থাকা কার্ডটি তাঁর নয়।
বৃদ্ধ বুঝতে পারেন, সাহায্য করার অছিলায় কোনও ভাবেকার্ড বদলে নিয়েছে সেই যুবক। এর পর থেকে দফায় দফায় তাঁরঅ্যাকাউন্ট থেকে লক্ষাধিক টাকা তোলা হয় বলে অভিযোগ।সোমবার গোটা বিষয়টি জানিয়ে থানায় অভিযোগ দায়ের করেন বৃদ্ধ। পুলিশ তদন্ত শুরু করেছে।বৃদ্ধ জানান, তাঁর পরিবারে কেউনেই। ভাড়া বাড়িতে একাই থাকেন তিনি। ঠোঙা তৈরি করে সংসার চালান। ওই টাকাই তাঁর সম্বল ছিল। টাকাটা উদ্ধার করে দেওয়ার জন্য প্রশাসনের কাছে আবেদন করেন তিনি।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)