Advertisement
E-Paper

টুকরো খবর

বিজেপিকে কর্মীদের মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে গোসাবার ছোট মোল্লাখালি কোস্টাল থানার রাধানগরে। ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত কয়েক দিন ধরেই উত্তেজনা দানা বাঁধছিল রাধানগরের নদীর চর এলাকায়।

শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০১৫ ০২:০৪

গোসাবায় গোলমাল, প্রহৃত দুই বিজেপি কর্মী
নিজস্ব সংবাদদাতা • গোসাবা

বিজেপিকে কর্মীদের মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে গোসাবার ছোট মোল্লাখালি কোস্টাল থানার রাধানগরে। ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত কয়েক দিন ধরেই উত্তেজনা দানা বাঁধছিল রাধানগরের নদীর চর এলাকায়। ওই চর দখল করে বিভিন্ন রাজনৈতিক দলের লোকজন দলীয় কার্যালয় তৈরি করছিল। শাসক দলের বিরুদ্ধে আবার অভিযোগ, চরের জমিতে তাদের নিজেদের লোকজনকে দোকান তৈরির জন্য বসিয়ে দিচ্ছিল। বিজেপির ওই এলাকায় কোনও দলীয় কার্যালয় না থাকায় নদীর চরে বাঁশ-খুঁটি পুঁততে শুরু করেছিল তারাও। অভিযোগ, এরপরেই তৃণমূলের লোকজন গিয়ে ঝান্ডা খুলে ফেলে দেয়। বাঁশ-খুঁটি তুলে দেয়। ঘটনার প্রতিবাদ করেন বিজেপি কর্মীরা। বুধবার সকালে সুজাউদ্দিন লস্কর ও হাইদুল মোল্লা নামে দুই বিজেপি কর্মী রাধানগর বাাজারে বসে চা খাচ্ছিলেন। অভিযোগ, সে সময়ে চড়াও হয় তৃণমূলের লোকজন। মারধ করা হয় ওই দু’জনকে। খবর পেয়ে পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করে ছোটমোল্লাখালি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। গোসাবা ব্লকের বিজেপি সহ সভাপতি জয়দেব রায় বলেন, “তৃণমূল ওই এাকার নদীর চর দখল করছিল। আমরাও একটা দলীয় কার্যালয় নির্মাণের জন্য বাঁশ পুঁতে ঝান্ডা লাগিয়েছিলাম। তৃণমূল সে সব ফেলে দেয়। আমাদের কর্মীরা প্রতিবাদ করলে তাদের চিহ্নিত করে মারধর করা হয়।” এ ব্যাপারে গোসাবার তৃণমূল বিধায়ক জয়ন্ত নস্কর বলেন, “ওই এলাকায় আমাদের দলীয় পতাকা ছিঁড়ে দিয়েছিল বিজেপির লোকজন। এই নিয়ে আমাদের কর্মীরা প্রতিবাদ করলে দু’পক্ষের মধ্যে মারপিট বাধে।”

শিশু উদ্ধার বাদুড়িয়ায়
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট

গর্তের মধ্যে ছাইচাপা অবস্থায় উদ্ধার করা হল নবজাতক পুত্রসন্তানকে। কান্নার শব্দ শুনে এক মহিলা প্রতিবেশীদের ডেকে শিশুটিকে উদ্ধার করেন। বাদুড়িয়ার চাতরা পঞ্চায়েতের ঘোষপুর কায়স্থ পাড়ায় এই ঘটনায় খবর দেওয়া হয় চাইল্ড লাইনে। তারা পুলিশকে সঙ্গে নিয়ে শিশুটিকে উদ্ধার করে বাদুড়িয়ার রুদ্রপুর ব্লক হাসপাতালে ভর্তি করায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি দিন তিনেক আগের। কায়স্থ পাড়ার বাাসিন্দা উমা মণ্ডল প্রতিবেশী এক ব্যক্তির বাড়ির পিছনে শৌচালয়ের পাশ থেকে শিশুর কান্নার শব্দ শুনতে পান।

হাসপাতালে সেই শিশু।—নিজস্ব চিত্র।

দেখে যায়, গর্তের মধ্যে পলিথিনের উপরে ফুটফুটে একটি শিশু হাত-পা ছড়িয়ে খেলা করছে। তার সারা গায়ে ছাই-মাটি মাখা। উমাদেবী ওই ছেলেটিকে বাড়িতে নিয়ে যান। বুধবার সকালে শিশুটিকে পাঠানো হয় হাসপাতালে। চাইল্ড লাইনের তরফে মনিকা সরকার, আমিরুল ইসলামরা জানান, শিশুটি একটু সুস্থ হলে তাকে নিয়মমাফিক চাইল্ড ওয়েল ফেয়ার কমিটির কাছে পাঠানো হবে। তবে শিশুকে উদ্ধার করতে গিয়ে এ দিন প্রশাসনের কর্মীদের বেশ বেগ পেতে হয়। শিশুটিকে স্থানীয় মানুষ অবশ্য ইতিমধ্যেই ‘কার্তিক’ ডাকছেন। এ দিকে, উমাদেবী নিঃসন্তান। তিনি দাবি করেন, শিশুটিকে রাখতে চান। বোঝানো হয়, এ ভাবে তা সম্ভব নয়। তার কিছু আইন আছে। শিশুটির চিকিত্‌সাও জরুরি।

নাবালিকাকে ধর্ষণের অভিযোগে ধৃত ২
নিজস্ব সংবাদদাতা • বাসন্তী

টিউশন পড়ে বাড়ি ফিরছিল ষষ্ঠ শ্রেণির দুই ছাত্রী। তাদের মোটর বাইকে তুলে নিয়ে গিয়ে এক জনকে ধর্ষণ করার অভিযোগ উঠল। দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে বাসন্তীর নির্দেশখালিতে। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম ফিরোজ শেখ ও সবুর আলি। তারা সম্পর্কে শ্যালক-ভগ্নীপতি। ফিরোজের বাড়ি উত্তর ২৪ পরগনার খড়দা থানার নয়াবস্তিতে। সবুর বাসন্তীরই চাতরাখালির বাসিন্দা। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, টিউশন পড়ে বাড়ি ফিরছিল দুই কিশোরী। একটি মোটর বাইকে এসে তাদের পথ আটকায় ওই দুই যুবক। অভিযোগ, মেয়ে দু’টিকে জোর করে তুলে নেওয়া হয় মোটর বাইকে। একটি ফাঁকা মাঠে নিয়ে গিয়ে ফিরোজ একটি মেয়েকে ধর্ষণ করে। মেয়েটির বান্ধবী কোনও মতে নিজেকে ছাড়িয়ে নিয়ে চিত্‌কার করতে করতে দৌড়য়। যা শুনে চলে আসেন আশপাশের লোকজন। সবুরকে হাতেনাতে ধরে ফেলে জনতা। মোটর বাইক নিয়ে পালিয়ে যায় ফিরোজ। সবুরকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এক কিশোরী অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। রাতেই বাসন্তীর ওসি কৌশিক কুণ্ডু অভিযান চালিয়ে উত্তর ২৪ পরগনা থেকে ধরেন ফিরোজকে। তদন্তকারী অফিসারেরা জানিয়েছেন, ওই নাবালিকার ডাক্তারি পরীক্ষা করানো হয়েছে। দিন কয়েক আগে সবুরের ভগ্নীপতি ফিরোজ বাসন্তীতে শ্বশুরবাড়ি বেড়াতে এসেছিল।

স্কুলের সুবর্ণজয়ন্তীতে অনুষ্ঠান
নিজস্ব সংবাদদাতা • কলকাতা

স্কুলের সুবর্ণজয়ন্তী বর্ষ উদ্‌যাপন করল অশোকনগর ভারতী বালিকা বিদ্যামন্দির। সম্প্রতি সেই উপলক্ষে স্থানীয় শহিদ সদনে দু’দিনের সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। উদ্বোধন করেন সাহিত্যিক ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়। স্কুলের শিক্ষিকা ও ছাত্রীদের তিনি তাঁর লেখক হয়ে ওঠার গল্প শোনান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাহিত্যিক সুকান্ত গঙ্গোপাধ্যায়। বই কী ভাবে ছাত্রমনে কল্পনার বিস্তার ঘটায়, সে বিষয়ে বলেন তিনি। এরই পাশাপাশি, পেশার জগতে বাংলা মাধ্যমে পড়াশোনার ভূমিকা প্রসঙ্গে তাঁর বক্তব্য, “সাংবাদিকতা ও বিনোদন দুনিয়ায় বাংলা ভাষার গুরুত্ব এখনও যথেষ্ট। বাংলা মাধ্যমের ছাত্রছাত্রীরা ওই পেশায় বেশ সফল। ভবিষ্যতে তোমাদের অনেকেই হয়তো ওই পেশায় আসবে। কাজেই বাংলায় পড়লে গেল গেল রব তোলা উচিত নয়!” ১৯৬৫ তে প্রতিষ্ঠিত ওই স্কুলের ছাত্রীরা মঞ্চস্থ করে নাটক ‘চণ্ডালিকা’ এবং ‘অদ্ভুত কিম্ভুত’। নাট্য সংস্থা মৃদঙ্গম-এর প্রযোজনায় মঞ্চস্থ হয় ‘বনলতা’। অনুষ্ঠানে কবিতা-গান-নাচ পরিবেশিত হয়।

উদ্ধার নাবালিকা

নিষিদ্ধপল্লি থেকে পালিয়ে আসা একটি মেয়ের সাহায্যে উদ্ধার হল ডায়মন্ড হারবার থেকে পাচার হয়ে যাওয়া অন্য এক নাবালিকা। বুধবার চাইল্ড লাইনের মধ্যস্থতায় পূর্ব মেদিনীপুরের একটি নিষিদ্ধপল্লি থেকে উদ্ধার করে মেয়েটিকে শিশু কল্যাণ সমিতির হাতে তুলে দেওয়া হয়েছে। ডায়মন্ড হারবার পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ডায়মন্ড হারবার ২ ব্লকের একটি গ্রামের বাসিন্দা ওই মেয়েটি গত অক্টোবর থেকে নিখোঁজ ছিল। তার পরিবারের তরফে মহিলা থানায় ডায়েরি করা হয়। সপ্তাহখানেক আগে পূর্ব মেদিনীপুরের একটি পতিতালয় থেকে পালিয়ে আসা এক মহিলা স্থানীয় হটুগঞ্জে ওই মেয়েটির আত্মীয়ের বাড়িতে খবর দেয়। পরিবারের লোজকন ডায়মন্ড হারবার ১ ব্লকের বাসুলডাঙা পঞ্চায়েতের উপপ্রধান মজুমা বিবির সঙ্গে যোগাযোগ করেন। নতুন করে ডায়মন্ড হারবার থানায় একটি ডায়েরি করা হয়। ও দিকে, ডায়মন্ড হারবার চাইল্ড লাইনের তরফে সরাসরি মহিষাদল থানার সঙ্গে যোগাযোগ করা হয়। উদ্ধার হয় মেয়েটি।

পঞ্চায়েত অফিসে চুরি

তালা ভেঙে চুরির ঘটনা ঘটল হাসনাবাদের আমলানি পঞ্চায়েত ভবনে। মঙ্গলবার রাতে দুষ্কৃতীরা ভবনের পিছনের গ্রিলের তালা ভেঙে ঢুকে দোতলার ঘর থেকে কম্পিউটার-সহ নগদ কয়েকশো টাকা এবং অন্যান্য জিনিসপত্র নিয়ে পালায়। বুধবার সকালে ঘটনা জানাজানি হতেই পুলিশে খবর দেন পঞ্চায়েত কর্তৃপক্ষ। প্রধান খগেন মণ্ডল জানান, দুষ্কৃতীরা বেশ কিছু জরুরি নথিও নষ্ট করেছে।

পুড়ে মৃত্যু শিশুর

উনুনের আগুনে পড়ে মৃত্যু হল এক শিশুর। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে সুতি থানার কুসুমগাছি গ্রামে। পুলিশ জানিয়েছে, বছর চারেকের শিশুটির নাম জয় রাজবংশী। পরিবার সূত্রে জানা গিয়েছে, বাড়ির মেয়েরা ওই দিন শিবরাত্রির জন্য নদীতে স্নান করতে গিয়েছিলেন। উঠোনে খেলা করছিল জয়। বড় উনুনে ধান সেদ্ধ করে উঠোনের এক পাশে নামানো ছিল। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, খেলতে খেলতে ওই জ্বলন্ত উনুনে পড়ে ঝলসে যায় শিশুটি।

পুলিশ স্টিকার লাগানো গাড়িতে যাত্রী বনগাঁয়।

southbengal
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy