Advertisement
E-Paper

টুকরো খবর

মূলত নাবালক ছেলের বয়ানের উপরে ভিত্তি করেই স্ত্রীকে খুনের দায়ে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিল আদালত। রায়দিঘির বাসিন্দা দিলীপ ভুঁইয়াকে শুক্রবার ওই সাজা শোনান ডায়মন্ড হারবার আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক অঞ্জলি সিংহ।

শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০১৫ ০০:৪৪

ছেলের বয়ানে যাবজ্জীবন

নিজস্ব সংবাদদাতা • ডায়মন্ড হারবার

মূলত নাবালক ছেলের বয়ানের উপরে ভিত্তি করেই স্ত্রীকে খুনের দায়ে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিল আদালত। রায়দিঘির বাসিন্দা দিলীপ ভুঁইয়াকে শুক্রবার ওই সাজা শোনান ডায়মন্ড হারবার আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক অঞ্জলি সিংহ। পুলিশ জানায়, ২০০১ সালে জয়নগরের দক্ষিণ বারাসাতের বাসিন্দা অর্চনা মণ্ডলের সঙ্গে বিয়ে হয় রায়দিঘির মুখার্জিচকের বাসিন্দা দিলীপের। সে ছোটখাট কাজ করত। ২০১০ সালের ১৪ জানুয়ারি শ্বশুরবাড়িতে গলায় দড়ির ফাঁস দেওয়া অবস্থায় অর্চনার মৃতদেহ উদ্ধার হয়। দিলীপ-সহ মেয়ের শ্বশুরবাড়ির পাঁচ জনের বিরুদ্ধে রায়দিঘি থানায় পণের দাবিতে বধূ নির্যাতন ও হত্যার অভিযোগ দায়ের করেন অর্চনার মা সীতাদেবী। তার ভিত্তিতে মামলা শুরু হয়। সরকারি আইনজীবী তুষার হালদার জানান, ২৩ জন সাক্ষ্য নেওয়া হয়। তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ ছিল ওই দম্পতির ছেলের জবানবন্দি। ১১ বছরের কল্যাণ ছিল প্রত্যক্ষদর্শী। সে আদালতকে জানায়, ঘটনার দিন মামার বাড়ি থেকে টাকা আনার জন্য মাকে লাঠি দিয়ে মারধর করছিল বাবা। দেওয়ালে মাথা ঠুকে দেয়। বাড়ির অন্যেরা দেখছিল। বাকি অভিযুক্তেরা বেকসুর খালাস হয়েছে। দিলীপ আদালতকে জানায়, সে নির্দোষ। বিচারক সে কথা শোনার পরে রায় ঘোষণা করেন। যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাস কারাদণ্ডের নির্দেশ দেন বিচারক। দিলীপের আইনজীবী অশোক হালদার বলেন, ‘‘রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন জানানোর চিন্তা-ভাবনা করছি।’’

দেহ মিলল নিখোঁজ ব্যবসায়ীর
​নিজস্ব সংবাদদাতা • ফলতা

ব্যবসার কাজে কলকাতা গিয়ে তিন দিন নিখোঁজ ছিলেন এক ব্যবসায়ী। শনিবার দক্ষিণ শহরতলির বিষ্ণুপুরের শ্যামলী এলাকায় পরিত্যক্ত একটি গুদামঘরের পাশে পাওয়া গেল তাঁর পচন ধরা মৃতদেহ। পুলিশ জানায়, নিহতের নাম পুলক দে ওরফে বাপি (৪৫)। বাড়ি ফলতার বেলসিংহা বেনেপাড়ায়। সহরারহাট বাজারে বিদ্যুৎ সরঞ্জামের দোকান আছে তাঁর। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, বুধবার বেলা সাড়ে ১১টা নাগাদ কলকাতা যাচ্ছেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন পুলকবাবু। রাতেই তাঁর বাড়ি ফেরার কথা ছিল। ওই দিন রাত ১১টা নাগাদ তাঁর জেঠতুতো ভাই প্রদ্যোত দে-কে ফোন করে পুলকবাবু জানান, তিন দুষ্কৃতী তাঁকে আটকে রেখেছে শ্যামলী এলাকায়। পুলিশ এনে তাঁকে বাঁচানোর জন্য ভাইকে অনুরোধ করেন তিনি। তার পরেই পুলকবাবুর মোবাইল বন্ধ হয়ে যায়। তাঁর পরিবার অভিযোগ দায়ের করে বিষ্ণুপুর থানায়। কিন্তু তাঁর খোঁজ মিলছিল না। শনিবার বিকেলে ওই পরিত্যক্ত গুদামঘর থেকে দুর্গন্ধ পান স্থানীয় বাসিন্দারা। পুলিশ গিয়ে একটি মৃতদেহ উদ্ধার করে। পরে পুলকবাবুর আত্মীয়স্বজন দেহ শনাক্ত করেন। পড়শিরা জানান, পুলকবাবুর শরীরের বাঁ দিকে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন ছিল। গলায় ছিল গামছা। পরনের জামা দিয়ে হাত বাঁধা ছিল পিছমোড়া করে। ব্যবসারীরা জানান, তাঁর মৃত্যুতে সহরারহাটে এ দিন অধিকাংশ দোকান বন্ধ ছিল।

মগরাহাটে যুবক খুনে ধৃত
নিজস্ব সংবাদদাতা • মগরাহাট

মগরাহাটে ব্যবসায়ী হাসানুর রহমান ওরফে খোকন মোল্লাকে (২৬) খুনের ঘটনায় পুলিশ এক দুষ্কৃতীকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার রাতে মাহিতালাব গ্রাম থেকে বছর চব্বিশের ওই যুবককে ধরা হয়। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম আফতাব আলি ফকির। ধৃতকে আজ ডায়মন্ড হারবার আদালতে তোলা হলে বিচারক তাকে ১০ দিন পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন। বুধবার রাতে মগরাহাটের দক্ষিণ মামুদপুর গ্রামের জামা কাপড় ব্যবসায়ী হাসানুর মোবাইলে ফোন পেয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। তার কিছু ক্ষণ পরেই পরিবারের লোকজন জানতে পারেন, গ্রাম থেকে প্রায় দু’কিলোমিটার দুরে মাহিতালাব গ্রামে গুলিবিদ্ধ হয়ে পড়ে আছেন হাসানুর। পরিবারের লোকজন গিয়ে জখম হাসানুরকে উদ্ধার করে মগরাহাট ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। অবস্থার অবনতি হওয়ায় চিকিত্‌সকেরা তাঁকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করেন। পথেই মৃত্যু হয় হাসানুরের। তাঁর পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত করে আফতাবকে গ্রেফতার করেছে। আফতাবকে জেরা করে পুলিশ জানতে পেরেছে, এই ঘটনায় আরও কয়েকজন যুক্ত আছে। তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

সেনাকর্মীর বাড়িতে চুরি

নিজস্ব সংবাদদাতা • বনগাঁ

গ্রিলের তালা ভেঙে এক সেনাকর্মীর বাড়ি থেকে কয়েক ভরি সোনার গয়না ও নগদ কয়েক হাজার টাকা চুরি করে পালাল দুষ্কৃতীরা। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে বনগাঁ শহরের ঢাকাপাড়ায়। ওই রাতে কেউই বাড়িতে ছিলেন না। পুলিশ জানায়, তদন্ত শুরু হয়েছে। ঘটনাস্থল থেকে সুতো দিয়ে তৈরি তিনটি নকল বোমা উদ্ধার করা হয়েছে। তুষার বিশ্বাস নামে ওই সেনাকর্মীর দিদি রেবারানি খানের বাড়ি পাশেই। শুক্রবার সকালে তিনি দেখেন, ভাইয়ের মেয়ে রিম্পার বই বাড়ির উঠোনে পড়ে রয়েছে। তুষারবাবুর স্ত্রী বিপন্নাদেবী নদিয়ার গাংনাপুরে বাপের বাড়িতে ছিলেন। রেবারানিদেবী তাঁকে খবর দেন। বিপন্নাদেবী বাড়ি ফিরতেই চুরির বিষয়টি জানাজানি হয়। সকলে ঘরে গিয়ে দেখেন আলমারি খোলা। জিনিসপত্র ছড়ানো। ঘটনাস্থলে পুলিশ যায়। পরে পরিবারের পক্ষ থেকে পুলিশে অভিযোগ দায়ের করা হয়।

অবরোধে গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা • রানাঘাট

নিয়োগ দুর্নীতির অভিযোগ তুলে রেল অবরোধের জন্য পুলিশ এক যুবককে গ্রেফতার করেছে। ধৃত যুবক কুন্তল রায়ের বাড়ি কলকাতার সায়েন্স সিটি এলাকায়। বৃহস্পতিবার রাতে পুলিশ তাঁকে উত্তর চব্বিশ পরগনার নৈহাটি থেকে পাকড়াও করে। শুক্রবার তাঁকে রানাঘাট রেলওয়ে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করানো হলে বিচারক তাঁর জামিন মঞ্জুর করেন। পূর্ব রেলের বিভিন্ন পদে নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি হয়েছে-এই অভিযোগ তুলে বৃহস্পতিবার সকালে রাজ্যের কয়েকটি জেলার পরীক্ষার্থীরা শিমুরালি স্টেশনে অবরোধ করেন।

সাগরে স্বনির্ভর গোষ্ঠীর মেলা

নিজস্ব সংবাদদাতা • সাগর

শেষ হল দু’দিনের স্বনির্ভর গোষ্ঠীর মিলন মেলা। সুসংহত উপকূল পরিচালন প্রকল্প ও পরিবেশের উন্নয়ন পরিষদের উদ্যোগে গত ২১ ও ২২ ফেব্রুয়ারি সাগরের ধসপাড়া মহেন্দ্রগঞ্জ নগেন্দ্রগঞ্জ অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ওই মেলা আয়োজন করা হয়। মেলায় ১৫২ গোষ্ঠীর প্রায় ১৩০০ মহিলা যোগ দেন। মেলায় ১৬টি স্টলে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা নিজেদের তৈরি সামগ্রী বিক্রি করেন। মেলার দু’দিনে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। ‘প্রতিবাদ’, ‘জাগো’ প্রভৃতি নাটকে স্বনিভর্র গোষ্ঠীর মেয়েরাই অভিনয় করেন।

সাহিত্যিকের মূর্তি

নিজস্ব সংবাদদাতা • বনগাঁ

প্রয়াত কবি অনিল সাধুর আবক্ষ মূর্তি বসানো হল বনগাঁ পুরসভার উদ্যোগে। শহরের মতিগঞ্জ এলাকায় বনগাঁ-বাগদা সড়কে এই আবক্ষ মূর্তিটির উন্মোচন করেন পুরসভার চেয়ারম্যান জ্যোত্‌স্না আঢ্য। উপস্থিত ছিলেন স্থানীয় অন্যান্য কবি-সাহিত্যিক এবং অনিলবাবুর পরিবারের লোকজন। স্থানীয় শিল্পী রবীন্দ্রনাথ বিশ্বাস গান গেয়ে অনুষ্ঠান শুরু করেন। অনিল সাধু বহু কবিতা-গান লিখেছিলেন। বাংলা সাহিত্যের বহু বিখ্যাত কবি তাঁর লেখার প্রশংসা করেছিলেন।

দেহ উদ্ধার

শ্মশান থেকে এক যুবকের দেহ উদ্ধার করল পুলিশ। শুক্রবার সকালে নদিয়ার কালীনারায়ণপুর শ্মশান থেকে অলোক ভট্টাচার্য (৪০) নামে ওই যুবকের দেহ দেখেন স্থানীয় বাসিন্দারা।

southbengal
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy