Advertisement
০১ মে ২০২৪

টুকরো খবর

গাড়ির চাকায় চাপা পড়ে মৃত্যু হল বছর দেড়েকের এক শিশুর। শুক্রবার বেলা ১২টা নাগাদ ঘটনাটি ঘটেছে হাবরা স্টেট জেনারেল হাসপাতাল-সংলগ্ন এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃত শিশুর নাম শুভ দাস। ঘটনার পরে উত্তেজিত জনতা গাড়িটিতে ভাঙচুর করেন। চালক পালিয়ে যায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি গাড়িতে রোগী নিয়ে হাবরা স্টেট জেনারেল হাসপাতালে এসেছিল চালক। গাড়িটি সে হাসপাতাল-সংলগ্ন একটি বাড়ির সামনে রেখে চলে যায়। ওই বাড়ির উঠোনে খেলছিল শুভ।

শেষ আপডেট: ২৫ অক্টোবর ২০১৪ ০০:০৮
Share: Save:

গাড়ির চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • হাবরা


এই গাড়ির নীচে বিড়াল খুঁজতে ঢুকেছিল শুভ (ইনসেটে তারই ছবি)। নিজস্ব চিত্র।

গাড়ির চাকায় চাপা পড়ে মৃত্যু হল বছর দেড়েকের এক শিশুর। শুক্রবার বেলা ১২টা নাগাদ ঘটনাটি ঘটেছে হাবরা স্টেট জেনারেল হাসপাতাল-সংলগ্ন এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃত শিশুর নাম শুভ দাস। ঘটনার পরে উত্তেজিত জনতা গাড়িটিতে ভাঙচুর করেন। চালক পালিয়ে যায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি গাড়িতে রোগী নিয়ে হাবরা স্টেট জেনারেল হাসপাতালে এসেছিল চালক। গাড়িটি সে হাসপাতাল-সংলগ্ন একটি বাড়ির সামনে রেখে চলে যায়। ওই বাড়ির উঠোনে খেলছিল শুভ। একটি বিড়ালের বাচ্চা গাড়ির তলায় ঢুকে গেলে সে-ও তাকে ধরতে গাড়ির তলায় যায়। সে সময়ে চালক গাড়ি স্টার্ট দিয়ে এগোতে যায়। চাকার তলায় পড়ে যায় ওই শিশু। আশপাশের লোকজন ছুটে আসেন। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিত্‌সকেরা শুভকে মৃত বলে ঘোষণা করেন।

বিজেপি কর্মী মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

বিজেপি কর্মীদের মারধর করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে জীবনতলা থানার আঠারোবাঁকি গ্রামে। বিজেপি সমর্থকদের অভিযোগ, তৃণমূলের দুষ্কৃতীদের মারে তাঁদের তিন জন কর্মী গুরুতর জখম হন। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করা হয়েছে। যদিও এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, এ দিন সকালে ওই এলাকায় একটি গ্রাম্য বিবাদকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে বচসা হাতাহাতিতে গড়ায়। বিজেপির জেলা সভাপতি দেবতোষ আচার্য বলেন, “ওই রাতে আমাদের তিন দলীয় কর্মী ঠাকুর দেখে বাড়ি ফিরেছিলেন। সে সময়ে তাঁদের রাস্তায় ঘিরে ধরে লাঠি-রড দিয়ে মারধর করা হয়। ওই এলাকায় আমাদের সংগঠন বাড়তে থাকায় তৃণমূল পরিকল্পিত ভাবে আক্রমণ করেছে।” অভিযোগ কার্যত উড়িয়ে দিয়ে ক্যানিং-২ ব্লকের তৃণমূলের সভাপতি সওকত মোল্লা বলেন, “এই ঘটনার সঙ্গে তৃণমূল কোনও ভাবেই জড়িত নয়। গ্রাম্য একটি বিবাদকে কেন্দ্র করে একটি মারামারি হয়। ওরা আমাদের নামে মিথ্যে অভিযোগ করছে।” পুলিশের অবশ্য অনুমান, সকালের বচসার জেরেই রাতে ওই দুষ্কৃতীরা তাঁদের উপরে চড়াও হয়। এই ঘটনায় বিজেপির অঞ্চল সভাপতি পরিতোষ সর্দার-সহ দুই বিজেপি কর্মী জগদীশ মণ্ডল ও বিকাশ মণ্ডল জখম হন। তাঁদের ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়।

সাগরের ব্যবসায়ীর মৃত্যু হলদিয়ায়

পান বিক্রি করতে এসে হলদিয়ায় এক পথ দুর্ঘটনায় মৃত্যু হল দক্ষিণ ২৪ পরগনার সাগরদ্বীপের কয়লাপাড়ার বাসিন্দা অমিত দাসের (৩২)। বুধবারের ঘটনা। শুক্রবার দুপুরের পরিজনেরা তাঁর দেহ সাগরে নিয়ে যান। পুলিশ জানায়, পান বিক্রির উদ্দেশে সাগর থেকে ট্রলারে অমিত এবং ওই গ্রামের কিছু বাসিন্দা মঙ্গলবার রাতে রওনা হন। বুধবার হলদিয়ায় এসে পৌঁছন তাঁরা। হলদিয়া থেকে পিক আপ ভ্যানে তমলুকের বুড়ারই বাজারে পান বিক্রি করে ফেরার পথে হলদিয়ার মাখনবাবুর বাজারের কাছে গাড়ি থেকে পড়ে যান তিনি।

ক্যানিংয়ের ব্যাঙ্কে কম্পিউটার চুরি

ব্যাঙ্ক থেকে চুরি হল কম্পিউটার। বৃহস্পতিবার রাতে ক্যানিংয়ের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখায় ঘটনাটি ঘটেছে। পুলিশ জানায়, দুষ্কৃতীরা ব্যাঙ্কে হানা দিয়ে পাঁচটি মনিটর, তিনটি সিপিইউ ও সিসিটিভির মনিটর চুরি করে পালায়। ব্যাঙ্ক ম্যানেজার সুদীপ্ত সাহা বলেন, “প্রহরী আমাকে ফোন করে জানান চুরির কথা।”

বাজি থেকে আগুন

বাজির আগুনে পুড়ল ঘরের আসবাব। বৃহস্পতিবার ঘটনাটি ঘটে দেগঙ্গার বেড়াচাপা রথতলার একটি বাড়িতে। দোতলার ঘরে জ্বলন্ত রকেট এসে পড়ে।

দেগঙ্গায় গণধর্ষণ

একাদশ শ্রেণির এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠল দেগঙ্গার দেলাপুর গ্রামে। বৃহস্পতিবার সন্ধের ঘটনা। পুলিশ জানায়, মেয়েটির বাড়ির লোকজন কালীপুজো দেখতে যান। সন্ধ্যা ৬টা নাগাদ মেয়েটিও সেখানে যাবে বলে বেরোয়। অভিযোগ, দরজায় তালা লাগানোর সময়ে চোখে কিছু ছিটিয়ে দেয় দুষ্কৃতীরা। তারই ওড়না দিয়ে মুখ বেঁধে বাড়ির পিছনে নিয়ে গিয়ে ধর্ষণ করে অভিযুক্তেরা।


ক্যানিং থানা ও সাতমুখো বাজারের টাইগার স্পোর্টিং ক্লাবের যৌথ উদ্যোগে শুক্রবার নলিয়াখালি থেকে
সাতমুখো বাজার পর্যন্ত ছ’কিলোমিটার সম্প্রীতি ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন হয়। ১৪৩ জন প্রতিযোগী
যোগ দেন। ক্যানিং থানার ওসি সতীনাথ চট্টরাজ পতাকা নেড়ে উদ্বোধন করেন প্রতিযোগিতার। ছবি: সামসুল হুদা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

south bengal
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE