Advertisement
০৪ জুন ২০২৪

টুকরো খবর

সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করতে দেখে এক ব্যক্তিকে পুলিশের হাতে তুলে দিলেন বাসিন্দারা। সোমবার বেলা আড়াইটে নাগাদ বনগাঁ থানার আরএস ক্লাবের মাঠের কাছে ওই ব্যক্তিকে উদ্দেশ্যহীন ভাবে ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হয় স্থানীয় বাসিন্দাদের। খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ জানায়, ওই ব্যক্তির কাছ থেকে একটি ঝোলা উদ্ধার করা হয়েছে। সেখানে ছিল একটি নোটবুক, যাতে প্রচুর ফোন নম্বর লেখা। পাওয়া গিয়েছে একটি বাংলাদেশের নাগরিক পরিচয়পত্রও। তাতে নাম লেখা, মহম্মদ শাখাওয়াত হোসেন।

শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০১৪ ০০:২৫
Share: Save:

সন্দেহভাজন ব্যক্তিকে ধরল বনগাঁ থানার পুলিশ
নিজস্ব সংবাদদাতা • বনগাঁ

সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করতে দেখে এক ব্যক্তিকে পুলিশের হাতে তুলে দিলেন বাসিন্দারা। সোমবার বেলা আড়াইটে নাগাদ বনগাঁ থানার আরএস ক্লাবের মাঠের কাছে ওই ব্যক্তিকে উদ্দেশ্যহীন ভাবে ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হয় স্থানীয় বাসিন্দাদের। খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ জানায়, ওই ব্যক্তির কাছ থেকে একটি ঝোলা উদ্ধার করা হয়েছে। সেখানে ছিল একটি নোটবুক, যাতে প্রচুর ফোন নম্বর লেখা। পাওয়া গিয়েছে একটি বাংলাদেশের নাগরিক পরিচয়পত্রও। তাতে নাম লেখা, মহম্মদ শাখাওয়াত হোসেন। জন্মতারিখ, ১৯৬২ সাল। একটি কাগজের টুকরোয় বনগাঁ থেকে হাওড়া, দিল্লি কী ভাবে যেতে হয় তার রুট ম্যাপ মিলেছে। পাওয়া গিয়েছে বাংলাদেশের একটি ম্যাপ। ওই ব্যক্তিতে গ্রেফতার করেছে পুলিশ। কী ভাবে সে বনগাঁয় পৌঁছল, তার আসল পরিচয়, ঠিকানা কী, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। সোমবার হাবরার পুলিশ বেলেনিমোড় এলাকা থেকে ১৫ জন বাংলাদেশিকে ধরেছে। তিনটি শিশুও আছে।

ধর্ষণ, গ্রেফতার প্রতিবেশী

নাবালিকাকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে হাতেনাতে ধরে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিল গ্রামবাসীরা। রবিবার ঘটনাটি ঘটেছে সন্দেশখালি থানার ৫ নম্বর শিতলিয়া গ্রামে। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম অনিমেষ মণ্ডল।


তাজিয়ার প্রস্তুতি শ্যামনগরে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

south bengal
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE