হুগলি জেলার শেওড়াফুলির বাসিন্দা করোনা আক্রান্ত প্রৌঢ়-র ৭৫ বছরের মা থাকেন দক্ষিণ ২৪ পরগনা জেলার মথুরাপুরে। গত ১৫ তারিখ তিনি মা-র সঙ্গে দেখা করতে শেওড়াফুলি থেকে মথুরাপুরে এসেছিলেন। ওই বাড়িতে এখন মায়ের কাছে এসেছেন করোনা আক্রান্তের ৫৫ বছরের বোন ও তাঁর কুড়ি বছরের মেয়েও। তাঁদের তিনজনকেই আপাতত হোম কোয়রান্টিনে থাকার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দফতর।
সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন ওই প্রৌঢ়। রবিবার পরীক্ষার পর তাঁর শরীরে করোনাভাইরাস ধরা পড়েছে। সেই সূত্রে ধরে ওই প্রৌঢ় কোথায় কোথায় গিয়েছেন এবং কাদের সংস্পর্শে এসেছেন, তার খোঁজ শুরু হয়। তখনই জানা যায়, তিনি ১৫ দিন আগে মথুরাপুরে গিয়ে তিনজনের সঙ্গে দেখা করেছিলেন। সোমবার সকালে পরিবারের সঙ্গে যোগাযোগ করে মথুপুরের স্বাস্থ্য দফতর। এ দিন সকালে নার্স পাঠিয়ে সমস্ত রকম খোঁজ খবর নেওয়া হয়েছে। তিন জনের স্বাস্থ্য পরীক্ষাও করা হয়। দুপুরে ওই পরিবারের সঙ্গে দেখা করতে যান মথুরাপুর ১ বিডিও জামিল আক্তার, ওসি গৌতম সাহা ও ব্লক মেডিক্যাল অফিসার জয়দেব রায়। পরে বিএমওএইচ বলেন, ‘‘ওই তিন জন সদস্যকে বাড়িতে কোয়রান্টিনে থাকতে বলা হয়েছে। পাশাপাশি ওই পরিবারের পরিচারিকাকেও একই নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিবেশীদের উপর নজরদারি করতে সিভিক ভলান্টিয়ার ও স্বাস্থ্যকর্মী মোতায়েন রয়েছে। ওঁদের খাবার বাড়িতে দিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে। তবে ১৫ দিন আগে উনি এ বাড়িতে এসেছিলেন। ফলে বিপদের সম্ভাবনা কম।’’