Advertisement
১১ মে ২০২৪

প্রতারণার নালিশ, গ্রেফতার

প্রাথমিক স্কুলে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে টাকা হাতানোর অভিযোগে বাগদার তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতিকে গ্রেফতার করল পুলিশ। সোমবার রাতে মোস্তাফাপুর এলাকা থেকে তুলসী বিশ্বাস নামে ওই ব্যক্তি ধরা পড়ে।

পাকড়াও: অভিযুক্ত প্রাক্তন তৃণমূল নেতা। —নিজস্ব চিত্র।

পাকড়াও: অভিযুক্ত প্রাক্তন তৃণমূল নেতা। —নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
বাগদা শেষ আপডেট: ২৯ নভেম্বর ২০১৭ ০১:৫৯
Share: Save:

প্রাথমিক স্কুলে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে টাকা হাতানোর অভিযোগে বাগদার তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতিকে গ্রেফতার করল পুলিশ। সোমবার রাতে মোস্তাফাপুর এলাকা থেকে তুলসী বিশ্বাস নামে ওই ব্যক্তি ধরা পড়ে।

চাপারুই গ্রামের প্রসেনজিৎ রায় অগস্ট মাসে বাগদা থানায় তুলসীবাবুর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন। প্রসেনজিৎবাবুর দাবি, মাস ছ’য়েক আগে প্রাথমিক স্কুলে চাকরি দেওয়ার নাম করে তুলসী তাঁর কাছ থেকে ২ লক্ষ ৪০ হাজার টাকা নিয়েছে। প্রসেনজিৎবাবু বলেন, ‘‘টাকা দেওয়ার পরে তুলসী আমাকে নিয়ে বাড়িতে এসে একটি নিয়োগপত্র দিয়েছিল। কিন্তু খোঁজ নিয়ে জানতে পারি, সেটি জাল। তারপর টাকা ফেরত চাই। কিন্তু ফেরত দেয়নি।’’ তিনি জানান, একদিন তুসলী তাঁকে সল্টলেকের বিকাশ ভবনেও নিয়ে গিয়েছিল। সেখানে এক ব্যক্তি নথিপত্রও জমা নেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগ পাওয়ার পরে তুলসীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় ডাকা হয়। কিন্তু সে আসেনি বলে পুলিশ জানায়। নোটিস পাঠানো হয় থানা থেকে। তারপরেও সে দেখা করেনি। এরপরেই খোঁজ শুরু হয় তুলসীর। জানা যায়, এলাকায় নেই ওই ব্যক্তি। সোমবার সন্ধ্যায় বাড়ি ফিরলে তাকে গ্রেফতার করা হয়।

তৃণমূলের জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, ‘‘তুলসীর বিরুদ্ধে জেলা পরিষদে চাকরি দেওয়া থেকে শুরু করে ইংরেজি মাধ্যমে স্কুলে ভর্তি করিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার কথা জানতে পেরেছিলাম। বিধানসভা ভোটের দেড় মাস আগে ওকে আমরা দল থেকে তাড়িয়ে দিই।’’

পুলিশ জানিয়েছে, তুলসী গ্রেফতার হওয়ার খবর পাওয়ার পরে অনেকেই এখন থানায় এসে তার বিরুদ্ধে চাকরি দেওয়ার নাম করে টাকা আত্মসাতের অভিযোগ করছেন। সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত আরও পাঁচটি অভিযোগ দায়ের হয়েছে।

কয়েক বছর আগে স্থানীয় আমডোব এলাকার বাসিন্দা গোবিন্দ মল্লিকের কাছ থেকে দুর্গাপুর স্টিল প্ল্যান্টে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তুলসী ৪ লক্ষ টাকা নিয়েছিল বলে অভিযোগ। গোবিন্দবাবু বলেন, ‘‘বাবা জমি বিক্রি করে ওই টাকা দিয়েছিলেন।’’

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাজ্যে তৃণমূল ক্ষমতায় আসার পর থেকে তুলসীর দাপট বাড়ে। রাজনৈতিক প্রভাব দেখিয়ে সাধারণ মানুষকে সে লোক ঠকানোর ব্যবসায় নামে।

গত বিধানসভা ভোটের আগে স্থানীয় এক দন্ত চিকিৎসককে দলীয় টিকিট পাইয়ে দেওয়ার নাম করে তাঁর কাছ থেকে বিভিন্ন উপায়ে প্রায় লক্ষাধিক টাকা নিয়েছে বলে অভিযোগ। ওই চিকিৎসক বলেন, ‘‘দলীয় সম্মেলনে টাকা দিতে হবে বলে টাকা নিত। কলকাতায় গিয়ে নেতাদের সঙ্গে কথা বলতে হবে বলে খরচ লাগবে বলেও টাকা নিয়েছে।’’ এমনও শোনা যায়, কাউকে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে, তাকে জেলা বা রাজ্য তৃণমূল দফতরের কাছে নিয়ে গিয়েছে তুলসী। দূরে দাঁড় করিয়ে রেখে ভিতর থেকে ঘুরে এসে বলেছে, ‘‘কথা হয়ে গিয়েছে। চাকরি হয়ে যাবে।’’

পুলিশের অনুমান, গ্রামের লোকজন সে সব কথা বিশ্বাসও করত। তারই সুযোগ নিয়ে এত দিন কাজ হাসিল করেছে তুলসী।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE