বাড়ির সামনে বাজি ফাটানোর প্রতিবাদ করায় উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর উপর ব্লেড নিয়ে হামলার অভিযোগ। ব্লেডের আঁচড়ে আক্রান্ত ওই পড়ুয়াকে হাসপাতালে নিয়ে গেলে মোট ৩২টি সেলাই করা হয় তাঁর শরীরে। পুরো ঘটনায় আতঙ্কে পরীক্ষার্থীর পরিবার। শনিবার সন্ধ্যায় এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুরের মল্লিকপুর এলাকায়।
স্থানীয় সূত্রে খবর, বারুইপুর মল্লিকপুরের বাসিন্দা এবং রাজপুর চৌহাটী হাইস্কুলের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী মোহাম্মদ ফায়েজ আফজল আলি বাড়িতে পড়াশোনা করছিলেন। সেই সময় আচমকা তাঁর বাড়ির সামনে কয়েকজন স্থানীয় যুবক বাজি ফাটাতে শুরু করেন। বাজির আওয়াজে তাঁর পড়াশোনায় অসুবিধা হওয়ায় তিনি বাড়ির বাইরে গিয়ে ওই যুবকদের বাজি ফাটাতে বারণ করেন। পরীক্ষার্থীর মা-ও ওই যুবকদের কাছে একই অনুরোধ জানান। তাঁদের অন্যত্র গিয়ে বাজি ফাটানোর কথা বলার পরই ওই যুবকদের মধ্যে একজন পরীক্ষার্থীর মায়ের সামনে চকলেট বাজি ফাটান বলে অভিযোগ। এর পরই ওই যুবকদের সঙ্গে কথা কাটাকাটি শুরু হয় পরীক্ষার্থীর। বচসা থেকে ধাক্কাধাক্কি তার পর অতর্কিতে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর উপর ব্লেড নিয়ে হামলা করেন দু’জন। তাঁর ঘাড়, মাথা ও পিঠের একাধিক জায়গায় ব্লেড চালানো হয়। সারা শরীরের বিভিন্ন জায়গা কেটে যায়। রক্তাক্ত অবস্থায় ফায়েজকে উদ্ধার করেন বাড়ির লোকজন। তাঁকে দ্রুত নিয়ে যাওয়া হয় বারুইপুর মহকুমা হাসপাতালে।
সেখানে তাঁর মাথায় ও শরীরে প্রায় ৩২টি সেলাই পড়েছে। শনিবার রাতেই বারুইপুর থানায় অভিযোগ দায়ের করে পরীক্ষার্থীর পরিবার। বাড়ির সামনেই এই হামলার শিকার হয়ে আতঙ্কের মধ্যে রয়েছেন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ও তাঁর পরিবার। পরিবারের তরফে অভিযুক্ত যুবকদের শাস্তির দাবি জানানো হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ।