৬৮ তম রাজ্য স্কুল গেমসে ক্যারাটেয় নজরকাড়া ফল করল দক্ষিণ ২৪ পরগনার ছেলেমেয়েরা। ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল ফর স্কুল গেমস অ্যান্ড স্পোর্টসের উদ্যোগে ২৮ অগস্ট যুবভারতী ক্রীড়াঙ্গন ও ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে প্রতিযোগিতা শুরু হয়। শেষ হয়েছে ২ সেপ্টেম্বর। রাজ্যের বিভিন্ন জেলার ১৪-১৯ বছরের প্রতিযোগীরা যোগদান করেন। দক্ষিণ ২৪ পরগনা থেকে ৭৩ জন প্রতিযোগী ছিলেন। সব মিলিয়ে জেলায় ১০টি সোনা, ১৬টি রুপো এবং ১২টি ব্রোঞ্জ পদক এসেছে। বিচারকমণ্ডলীর অন্যতম সদস্য তথা জেলা ক্যারাটে অ্যাসোসিয়েশনের সহ সভাপতি দেবব্রত হালদার বলেন, “আগামী দিনে জাতীয় ও আন্তর্জাতিক স্তরে আরও সাফল্য পাবেন এই জেলার ছেলেমেয়েরা।”
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)