Advertisement
২৩ এপ্রিল ২০২৪

ডাকাত দলের পাণ্ডা গ্রেফতার

কখনও প্রকাশ্যে সোনার দোকানে বোমাবাজি করে ডাকাতি করেছে। আবার কখনও বাড়িতে ঢুকে বাড়ির সদস্যদের মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে বেঁধে রেখে ডাকাতি করত সে এবং তার দলবল। উত্তর ২৪ পরগনা জেলায় ডাকাতির অভিযোগে বহুবার উঠে এসেছে তার নাম।

নিজস্ব সংবাদদাতা
বনগাঁ শেষ আপডেট: ১৪ নভেম্বর ২০১৬ ০২:৩২
Share: Save:

কখনও প্রকাশ্যে সোনার দোকানে বোমাবাজি করে ডাকাতি করেছে। আবার কখনও বাড়িতে ঢুকে বাড়ির সদস্যদের মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে বেঁধে রেখে ডাকাতি করত সে এবং তার দলবল। উত্তর ২৪ পরগনা জেলায় ডাকাতির অভিযোগে বহুবার উঠে এসেছে তার নাম। এমনই এক দুষ্কৃতীকে শনিবার গ্রেফতার করল পুলিশ।

পুলিশ জানিয়েছে, ধৃতের নাম মৃত্যুন দাস ওরফে মিঠুন। বাড়ি বারাসতের নোয়াপাড়ায়। তার কাছ থেকে ২২ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। জেলার পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায় বলেন, ‘‘বারাসত, মধ্যমগ্রাম, দত্তপকুর-সহ বিভিন্ন এলাকায় ডাকাতির ঘটনায় মৃত্যুনের বিরুদ্ধে অভিযোগ ছিল। অতীতে সে মাদক পাচারের অভিযোগেও গ্রেফতার হয়েছিল। তার দলের বাকি সদস্যদের খোঁজে তল্লাশি শুরু করা হয়েছে।’’

এ দিন রাত দেড়টা নাগাদ দেগঙ্গা থানার ওসি লিটন রক্ষিতের কাছে একটি সূত্রে খবর আসে ওই দুষ্কৃতী সাইকেল করে গাঁজা পাচার করছে। লিটনবাবু বিশাল পুলিশবাহিনী নিয়ে গিয়ে তাকে হাতে নাতে গ্রেফতার করেন। পুলিশ জানিয়েছে, মিঠুন আঠারো বছর বয়স থেকে অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত। পরে সে ডাকাতির জন্য একটি দল তৈরি করে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Bangaon Robber Arrest
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE