অগ্নিদগ্ধ হয়ে এক বিবাহিত মহিলার মৃত্যুতে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুলিশ।
শনিবার দুপুরে হাবরার গণদ্বীপায়ন এলাকার বাসিন্দা, বছর পঁয়ত্রিশের ওই মহিলাকে ঘর থেকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করে প্রথমে হাবরা স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে কলকাতার আর জি কর হাসপাতালে স্থানান্তরিত করানো হলে সন্ধ্যায় তিনি মারা যান। গণদ্বীপায়নে মহিলার বাপেরবাড়ি। পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে ওই এলাকারই প্রত্যুষ বসু নামে ওই যুবকের বিরুদ্ধে মামলা রুজু করে তাকে গ্রেফতার করে। পুলিশের ধারণা, কোনও গোপন সমঝোতা হওয়ায় মৃতার বাপেরবাড়ির লোকজন প্রত্যুষের বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে রাজি হননি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর পনেরো আগে দীপালির বিয়ে হয়েছিল। কিন্তু শ্বশুরবাড়ির অত্যাচার সহ্য করতে না পেরে তিনি দুই ছেলেকে নিয়ে কয়েক বছর আগে বাপেরবাড়ি চলে আসেন। কখনও সব্জি বিক্রি করতেন, কখনও সেলাইয়ের কাজ করতেন। এর মধ্যেই প্রত্যুষের সঙ্গে তাঁর সম্পর্ক গড়ে ওঠে। সেই সম্পর্কের টানাপড়েনের জেরে ওই মহিলা আত্মঘাতী হন বলে পুলিশের ধারণা। ধৃতকে রবিবার বারাসত জেলা আদালতে হাজির করানো হয়। বিচারক তাকে তিন দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন।