সাময়িক কর্মবিরতির নোটিস দিয়ে আচমকাই বন্ধ হয়ে গেল ব্যারাকপুর শিল্পাঞ্চলেরজগদ্দলে জে জে আই চটকল। সোমবার সকালে কারখানা বন্ধের নোটিস দেখে বিক্ষোভ দেখান শ্রমিকদের একাংশ। চটকল সূত্রের খবর, কাঁচামালের অভাব এবং মূল্য বৃদ্ধির কারণে লোকসানের মাত্রা বাড়তে থাকায়সাময়িক কর্মবিরতি ঘোষণা করা হয়েছে। এই ঘটনায় উত্তেজনাছড়ালে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়।
শ্রমিকেরা জানান, প্রায় পাঁচ হাজার শ্রমিক সপ্তাহের প্রথম কর্মদিবসে কর্মহীন হয়ে গেলেন। ব্যারাকপুর শিল্পাঞ্চল একসময়ে চট শিল্পের উপরেই নির্ভরশীল ছিল। ধীরে ধীরে পাটের ঘাটতির কারণে উৎপাদন কমেছে চটের। তার উপরে এ বার বাংলাদেশ থেকে পাট আমদানি করা যায়নি সেখানকার অস্থির পরিস্থিতির কারণে। আইএনটিটিইউসি-র নেতা তথা জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম বলেন, ‘‘৪০শতাংশ পাট আমদানি করা হত বাংলাদেশ থেকে। এ বার তা সম্পূর্ণ বন্ধ থেকেছে। একই সঙ্গে আমাদের দেশেও পাট উৎপাদনে ঘাটতি ছিল। যার সরাসরি প্রভাব পড়েছে চটকলগুলিতে।’’
কিছু দিন আগেই টিটাগড়ের এম্পায়ার ও খড়দহের লুমটেক্স চটকল বন্ধ হয়েছে। একের পর এক চটকল বন্ধ হওয়ায় মাথায় হাত পড়েছে সেখানকার শ্রমিকদের। তাঁরা জানান, মাঝেমধ্যেই বন্ধ হয়ে যাচ্ছে চটকল। এর পরে কী ভাবে অন্ন সংস্থান হবে, সেটা যেমন অজানা, তেমনই চটকল খোলা থাকলেও অধিকাংশ ক্ষেত্রেই কাঁচামালের ঘাটতির জন্য সবাই কাজের সুযোগও পান না প্রতিদিন।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)