নতুন সেতু, কংক্রিটের রাস্তা, জল প্রকল্প, রেশনের বিশেষ প্যাকেজ।
দুর্গাপুজোর আগে সুন্দরবন এলাকার জন্য একসঙ্গে অনেকগুলি সুখবর শোনালেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। মঙ্গলবার হাসনাবাদ ব্লকের টাকির সাংস্কৃতিক মঞ্চে সুন্দরবনের উন্নয়ন নিয়ে বৈঠক হয়। সেখানে খাদ্যমন্ত্রী জানান, মুখ্যমন্ত্রীর লক্ষ্য হল সুন্দরবনের সার্বিক উন্নতি। সেই উদ্দেশ্যেই কাজ শুরু হয়েছে।
এ দিনের বৈঠকে অনেকগুলি নতুন প্রকল্প নিয়ে আলোচনা হয়। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সুন্দরবনের প্রত্যন্ত এলাকাগুলিতে যোগাযোগ ব্যবস্থার উন্নতির জন্য হাসনাবাদে ঘুনি বাঁশতলা থেকে হিঙ্গলগঞ্জের বাইলানি বাজার পর্যন্ত রাস্তা তৈরি হবে। তার জন্য ৬ কোটি ১১ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে। হিঙ্গলগঞ্জের সাহেবখালি নদীর উপর দুলদুলি এবং নেবুখালির মধ্যে ১০০ কোটি টাকা খরচ করে সেতুর পরিকল্পনা করা হয়েছে। দক্ষিণ ২৪ পরগনার বিদ্যা নদীর উপরে বাসন্তীর গদখালি থেকে গোসাবা পর্যন্ত সেতু তৈরিতে বরাদ্দ হয়েছে ২৮৫ কোটি টাকা। টাকি রোডের সম্প্রসারণের জন্য বরাদ্দ হয়েছে ২৭ কোটি টাকা। শুধু যোগাযোগ ব্যবস্থার উন্নতি নয়, সুন্দরবনে পরিশুদ্ধ পানীয় জলের সমস্যা দীর্ঘ দিনের। এ বার সেই সমস্যা মেটাতে সাতটি গ্রাম পিছু একটি করে জল প্রকল্প তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধু উন্নয়ন নয়, প্রাকৃতিক সম্পদ রক্ষায় এ বার কড়া হচ্ছে জেলা প্রশাসন। ম্যানগ্রোভ অরণ্য নষ্টের অভিযোগ পেলে সঙ্গে সঙ্গে ব্যবস্থার নির্দেশ দেওয়া হয়েছে এ দিনের প্রশাসনিক বৈঠক থেকে।