Advertisement
০৫ মে ২০২৪

ফের গোলমাল বারাসত কলেজে, গ্রেফতার ১

সাম্প্রতিক সময়ে বিভিন্ন গোলমালে একাধিক বার শিরোনামে এসেছে এই কলেজ। পড়ুয়া এবং শিক্ষকদের বড় অংশের অভিযোগ, ক্ষমতাসীন তৃণমূল ছাত্র পরিষদের (টিএমসিপি) কোন্দলের জেরেই এই সব ঘটনা ঘটেছে।

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৬ জুন ২০১৭ ০২:১৫
Share: Save:

আবারও কলেজে বহিরাগতদের গোলমালের অভিযোগ। যদিও আগেভাগে খবর পেয়ে পুলিশ পৌঁছে এক জনকে গ্রেফতার করায় গোলমাল বড় আকার নেয়নি। ঘটনাস্থল সেই বারাসত কলেজ।

সাম্প্রতিক সময়ে বিভিন্ন গোলমালে একাধিক বার শিরোনামে এসেছে এই কলেজ। পড়ুয়া এবং শিক্ষকদের বড় অংশের অভিযোগ, ক্ষমতাসীন তৃণমূল ছাত্র পরিষদের (টিএমসিপি) কোন্দলের জেরেই এই সব ঘটনা ঘটেছে।

সব গোলমালের খবর পৌঁছেছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কানেও। গোটা ঘটনায় তিনি যে অত্যন্ত ক্ষুব্ধ, তা গত মঙ্গলবার ব্যারাকপুরে প্রশাসনিক বৈঠকে এসে স্পষ্ট করে দেন মুখ্যমন্ত্রী। বারাসত থানার আইসি জয়প্রকাশ পাণ্ডেকে দাঁড় করিয়ে সাফ জানিয়ে দেন, ‘কলেজ পড়াশোনার জায়গা। এত দলাদলি কীসের?’ এর পরেই তিনি আইসি-কে বলেন, ‘‘একটা কথা মাথায় রাখবেন। বারাসত কলেজ নিয়ে আর কোনও অভিযোগ পেলে আমি আপনাকে ধরব।’’ মুখ্যমন্ত্রীর ওই নির্দেশের পরেই পুলিশি তৎপরতা দেখা গেল সোমবার।

পুলিশ জানায়, এ দিন সাড়ে ১২টা নাগাদ ভারপ্রাপ্ত অধ্যক্ষ পার্থপ্রতিম দাশগুপ্তের থেকে আইসি জানতে পারেন, কয়েক জন বহিরাগত কলেজে ঝামেলা পাকাচ্ছে। দ্রুত হাজির
হয়ে পুলিশ এক জনকে গ্রেফতার করে। ধৃতের নাম নবকিশোর মণ্ডল। পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায় বলেন, ‘‘অধ্যক্ষের অভিযোগের ভিত্তিতে এক জন গ্রেফতার হয়েছে।’’ টিএমসিপি-র রাজ্য সভানেত্রী জয়া দত্ত বলেন, ‘‘আমি জেনেছি নবকিশোর বহিরাগত নয়। সে তৃতীয় বর্ষের ছাত্র এবং ছাত্র সংসদের ক্রীড়া সম্পাদক।’’ সূত্রের খবর, নবকিশোর যে বর্তমানে ওই কলেজে পড়ে, সেই সংক্রান্ত নথিও পুলিশের কাছে জমা দেওয়া হয়েছে।

কলেজের অশিক্ষক কর্মচারীদের অভিযোগ, এ দিন নবকিশোর কলেজে গিয়ে ভর্তি প্রক্রিয়া ব্যাহত করার চেষ্টা করেন। বাদানুবাদেও জড়ান। যদিও জয়াদেবী বলেন, ‘‘কয়েক জন বর্তমান ছাত্র ভর্তি প্রক্রিয়া যাতে স্বচ্ছতার সঙ্গে এবং মেধা তালিকার ভিত্তিতে হয়, সেটাই বলতে গিয়েছিল। এর বাইরে কিছু হয়নি।’’

মাসখানেক আগে কলেজের পরিচালন সমিতিতে বারাসত পুরসভার চেয়ারম্যান-ইন-কাউন্সিল অরুণ ভৌমিককে রাখা নিয়ে দফায় দফায় গোলমাল হয়েছিল তৃণমূল ছাত্র পরিষদ এবং ছাত্র পরিষদের মধ্যে। ওই ঘটনায় কয়েক জন গ্রেফতারও হয়। পাশাপাশি, কলেজের একাধিক
বিষয় নিয়ে বারাসত শহরের প্রাক্তন তৃণমূল ছাত্র সভাপতির সঙ্গে কয়েক বার গোলমাল হয় বর্তমান তৃণমূল জেলা নেতৃত্বের।

সোমবারের ঘটনা প্রসঙ্গে তৃণমূলের উত্তর ২৪ পরগনা জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, ‘‘কলেজে কয়েক জন গোলমাল পাকাচ্ছেন। রাজনৈতিক রং না দেখে পুলিশকে কড়া ব্যবস্থা নিতে বলা হয়েছে। কলেজেসুস্থ পরিবেশ বজায় রাখতে যা করার করতে হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE