রাত প্রায় পৌনে ২টা। ক্যানিং হাসপাতাল পাড়ার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের অন্ধকার এটিএমের মধ্যে এক ব্যাক্তি কিছু একটা করছেন। দেখে সন্দেহ হয় স্থানীয় এক যুবকের। চোর ভেবে তাঁকে পাকড়াও করেন ওই যুবক। পুলিশের হাতে দিতে চাইলে মাঝবয়সী ওই ব্যাক্তি জানান, তাঁর এক আত্মীয় ক্যানিং হাসপাতালে ভর্তি। চিকিৎসার জন্য টাকা দরকার। তাই তিনি এটিএমে এসেছিলেন। কিন্তু এটিএমের আলো না জ্বলায় ঠিক বুঝতে পারছিলেন না। ভিতর থেকে কোনও লাইটের সুইচ বন্ধ করা আছে কিনা সেটাই তিনি দেখছিলেন।
শুধু ওই ব্যক্তি নয়, ওই এটিএমের এমন অবস্থা হওয়ায় অনেকেই সমস্যায় পড়ছেন। অভিযোগ, বেশ কয়েক মাস ধরেই এটিএম কাউন্টারের বিদ্যুতের বিল মেটানো হয়নি। সে কারণে বুধবার বিদ্যুৎ দফতর বিদ্যুৎ সংযোগ কেটে দেয়। গোসাবার পাঠানখালির সুখেন্দু মণ্ডল বলেন, ‘‘আমার এক আত্মীয় ক্যানিং হাসপাতালে ভর্তি। রাতে চিকিৎসক তাঁর কিছু পরীক্ষা করানোর কথা বলেন। তাই ওই এটিএমে গিয়েছিলাম। কিন্তু পরে জানতে পারি ওই এটিএমে আলো জ্বলছে না।’’ বিদ্যুৎ দফতরের ক্যানিঙের ডিভিশনাল ইঞ্জিনিয়ার মলয় শিকদার বলেন, ‘‘ওই এটিএম কাউন্টার কয়েক মাস ধরে বিদ্যুতের বিল জমা দিচ্ছে না। বারবার বলা সত্ত্বেও বিল মেটায়নি। প্রায় ২২ হাজার টাকা বাকি। তাই লাইন কেটে দেওয়া হয়েছে।’’ স্টেট ব্যাঙ্কের ক্যানিং শাখার ম্যানেজার পার্থ সারথি ভৌমিক বলেন, ‘‘ওই এটিএম কাউন্টারটি আমাদের শাখার হলেও তা দেখাশোনা করে একটি বেসরকারি সংস্থা। আমি ওই সংস্থাকে বলে দিয়েছি। দ্রুত সমস্যার সমধান হবে।