Advertisement
১৮ মে ২০২৪

হেলমেট ছাড়া ক্যানিঙের পাম্পে অবাধে মিলছে তেল

মুখ্যমন্ত্রীর নির্দেশ সত্ত্বেও হেলমেটহীন বাইক আরোহীকে তেল দেওয়া হচ্ছে পেট্রোল পাম্পগুলিতে। ক্যানিং মহকুমার ক্যানিং ১ ও ২, বাসন্তী ব্লকের বিভিন্ন পেট্রোল পাম্পগুলিতে হেলমেট ছাড়াই বাইক আরোহীদের তেল দেওয়া হচ্ছে।

যেমন খুশি তেল নাও। নিজস্ব চিত্র।

যেমন খুশি তেল নাও। নিজস্ব চিত্র।

সামসুল হুদা
ক্যানিং শেষ আপডেট: ২০ জুলাই ২০১৬ ০২:৪৮
Share: Save:

মুখ্যমন্ত্রীর নির্দেশ সত্ত্বেও হেলমেটহীন বাইক আরোহীকে তেল দেওয়া হচ্ছে পেট্রোল পাম্পগুলিতে। ক্যানিং মহকুমার ক্যানিং ১ ও ২, বাসন্তী ব্লকের বিভিন্ন পেট্রোল পাম্পগুলিতে হেলমেট ছাড়াই বাইক আরোহীদের তেল দেওয়া হচ্ছে। যদিও পুলিশের তরফ থেকে শুধুমাত্র পেট্রোল পাম্পগুলিতে নোটিস ঝুলিয়ে দিয়ে দায় সারা হয়েছে বলে অভিযোগ।

দিনের পর দিন পথ দুর্ঘটনায় বাইক চালকদের মৃত্যুর হার বেড়েছে। এর মধ্যে বেশির ভাগই হেলমেট না পরার কারণে মারা গিয়েছেন। আগেই রাজ্য সরকার হেলমেট ছাড়া বাইক না চালানোর নির্দেশ দিয়েছিল। কিন্তু সেই নির্দেশকে বুড়ো আঙ্গুল দেখিয়ে হেলমেট ছাড়াই বাইক চালানো মানুষের অভ্যাসে দাঁড়িয়েছিল।

এ বার মুখ্যমন্ত্রী নির্দেশ হেলমেট না থাকলে পেট্রোল দেওয়া হবে না। কিন্তু এর জন্য চারিদিকে পুলিশের কড়া নজরও চলছে। পুলিশের নজর এড়িয়ে এই এলাকার বিভিন্ন পেট্রোল পাম্পগুলিতে বিনা হেলমেটে তেল দেওয়া হচ্ছে। যদিও পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে, বিনা হেলমেটে কোনও বাইক আরোহীকে তেল দেওয়া হবে না। এ জন্য পুলিশের পক্ষ থেকে ক্যানিঙের বেশ কিছু পেট্রোল পাম্পে নোটিসও টাঙানো হয়েছে। কিন্তু কোনও লাভ হচ্ছে না। মহকুমা পুলিশ আধিকারিক সৌম্য রায় বলেন, ‘‘আমরা সরকারি এই নিয়ম পেট্রোল পাম্পগুলিতে জানিয়ে দিয়েছি। গ্রামীণ এলাকাতে এই নিয়ম কার্যকর করতে হয়ত একটু সময় লাগছে। আশা করছি দ্রুত এই নিয়ম কার্যকর করা সম্ভব হবে।’’

ক্যানিঙের এক পেট্রোল পাম্প মালিক বলেন, ‘‘হেলমেট ছাড়া তেল দেওয়া যাবে না, এমন কোনও নির্দেশিকা সরকারি ভাবে আমাদের দেওয়া হয়নি। একটি নোটুস ঝোলানো হয়েছে মাত্র।’’ অনেক বাইক আরোহী হেলমেট ছাড়া তেল নিতে আসছেন। তাঁদের যদি হেলমেট ছাড়া তেল না দেওয়া হয় তা হলে পাশের পাম্প তেল দিয়ে দেবে। এতে কাস্টমার কমবে বলে তিনি জানান।

তা ছাড়া খোলা বাজারে বিভিন্ন দোকানে আজকাল তেল বিক্রি হচ্ছে। সেখান থেকে অনেকে তেল কিনে নিচ্ছে বলে অভিযোগ। এতে আমাদের ব্যবসার লোকসান হচ্ছে। কোনও বাইক আরোহীকে হেলমেট ছাড়া তেল দেওয়া হবে না বলতেই তারা সরকারি নির্দেশিকা দেখতে চাইছেন বলে পেট্রোল পাম্প কর্মীরা জানান। বাসিন্দা তপন দাস, মান্নান সর্দাররা বলেন, ‘‘হেলমেট ছাড়া পাম্প থেকে তেল দেওয়া হবে না এমন কোনও কথা আমাদের জানা নেই। যদি এই নিয়ম চালু হয় তার জন্য কিছুটা সময় দিতে হবে।’’

আবার কিছুক্ষেত্রে মানুষ সচেতনও হচ্ছেন। অভীক বিশ্বাস নামে এক যুবক হেলমেট ছাড়া তেল নিতে এসে নোটিস দেখে বাড়ি গিয়ে হেলমেট নিয়ে এসে তেল নেনে। তাঁর কথায়, ‘‘এটি খুব ভাল উদ্যোগ। আমারই ভূল যে আমি হেলমেট ছাড়া বাইক নিয়ে বেরিয়েছি।’’

এক পেট্রোল পাম্পের কর্মীরাও এ বিষয়ে মানুষকে বোঝাতে ব্যস্ত। এতে তাঁদের কটু কথাও শুনতে হচ্ছে। কোনও কোনও জায়গায় বচসাও বাধছে। তবে সৌম্যবাবু জানান, পাম্পগুলিতে তেল দিতে গিয়ে ঝামেলা হচ্ছে বলে কোনও খবর পায়নি। অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নেব।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

No helmet CM Petrol
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE