Advertisement
০৫ মে ২০২৪

বাইক চুরি চক্রে ধৃত ৪

ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া চার দুষ্কৃতীকে গ্রেফতার করল বসিরহাট থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে দু’টি রিভলভার, দু’রাউন্ড গুলি, চপার এবং একটি নম্বরপ্লেটহীন মোটর বাইক উদ্ধার করা হয়েছে। ধৃতদের দুই সঙ্গীর খোঁজে পুলিশ তল্লাশি শুরু করেছে।

নিজস্ব সংবাদদাতা
বসিরহাট শেষ আপডেট: ০৫ অগস্ট ২০১৬ ০১:১৪
Share: Save:

ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া চার দুষ্কৃতীকে গ্রেফতার করল বসিরহাট থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে দু’টি রিভলভার, দু’রাউন্ড গুলি, চপার এবং একটি নম্বরপ্লেটহীন মোটর বাইক উদ্ধার করা হয়েছে। ধৃতদের দুই সঙ্গীর খোঁজে পুলিশ তল্লাশি শুরু করেছে। সকলেই মূলত মোটরবাইক চুরি চক্রের সঙ্গে জড়িত ছিল বলে মনে করছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি বসিরহাটের বিভিন্ন এলাকা থেকে একের পর এক মোটর বাইক চুরির ঘটনা ঘটছে। কিছুতেই দুষ্কৃতীরা পুলিশের জালে পড়ছিল না।

বুধবার গভীর রাতে এক সূত্রে বসিরহাট থানার আইসি দেবাশিস চক্রবর্তী জানতে পারেন, ভ্যাবলা স্টেশনের কাছে একটি মাঠে কয়েকজন দুষ্কৃতী জড়ো হয়েছে। তাদের উদ্দেশ্য, স্থানীয় এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি। আইসি বাহিনী নিয়ে রাত ২টো নাগাদ এলাকায় গিয়ে দেখেন, দু’টি মোটর বাইকে ৬ জন দুষ্কৃতী সেখানে আগে থেকেই হাজির। পুলিশকে দেখে দুই দুষ্কৃতী একটি বাইকে উঠে পালায়। তবে ধরা পড়ে যায় দলের পান্ডা সুবিনয় ভক্তা। তার বাড়ি ছোট জিরাকপুরে। কর্মকারপাড়ার সিরাজুল গাজি, আস্তানা রোডের শেখ সুজা আহমেদ এবং খোলাপোতার পালপাড়ার মলয় মণ্ডলও ধরা পড়েছে। পুলিশের দাবি, জেরার মুখে সুবিনয় জানিয়েছে, হাসনাবাদের পটল মণ্ডল-সহ তার কয়েক জন সাগরেদ আছে। তারা মূলত বাইক চুরি করে। নতুন বাইক টাকি এবং স্বরূপনগরের কৈজুড়ি সীমান্ত দিয়ে বাংলাদেশে পাচার করা হয়। বেশি পুরনো বাইক বসিরহাটেই ‘কাটাই’ করে বিক্রি করা হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Police Thief Arrest
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE