শীত মানেই প্রেমের মরসুম। তবে এ বারের শীতে হু হু করে বাড়ল ভালবাসার প্রতীক গোলাপের দাম। ‘বেঙ্গালুরু গোলাপ’ নামে পরিচিত ফুল সাধারণত পাওয়া যায় ৩০ টাকায়। সেই ফুলই বিকোচ্ছে প্রায় ৭০-৮০ টাকায় প্রতিটি। ভালবাসার মাঝে ‘ভিলেন’ ইন্ডিগো!
বিমান সংস্থার বিভ্রাটের জেরেই গোলাপ হয়েছে মহার্ঘ। দেশ জুড়ে ইন্ডিগো এয়ারলাইন্সের পরিষেবায় হঠাৎ টানাপড়েন তৈরি হওয়ায় যাত্রীদের নাকাল হতে হচ্ছে। তবে এ ছাড়াও প্রভাব পড়েছে নানা ক্ষেত্রে। তার মধ্যে অন্যতম ফুল ব্যবসা। বিমানের ওঠানামা স্বাভাবিক না-থাকায় বেঙ্গালুরু থেকে গোলাপ আসা প্রায় বন্ধ। বাজারে জোগান কম থাকার কারণে ফুলের দামে আগুন লেগেছে। শুধু দাম নয়। সমস্যা অন্য ক্ষেত্রেও। বিয়ের মরসুমে এই ফুলের চাহিদা এমনিতেই বেশি থাকে। সরবরাহ কমে যাওয়ার কারণে সংকটও দেখা গিয়েছে।
আরও পড়ুন:
ফুল ব্যবসায়ীদের একাংশ জানান, বরাবরের মতো বিয়েবাড়ির অর্ডার আগে থেকেই নেওয়া থাকে। কিন্তু বিমান পরিষেবা বিপর্যয়ের কারণে হঠাৎ করে গোলাপের দাম বেড়ে যাওয়ায় ক্ষতির মুখে পড়তে হচ্ছে ব্যবসায়ীদেরও। ব্যবসায়ী প্রসেনজিৎ মণ্ডল ও দিলীপ চৌধুরীর অভিযোগ, যে গোলাপ এক সময়ে ৫০০ টাকা বান্ডিল দরে কেনা হত, এখন সেই একই গোলাপ কিনতে হচ্ছে ১২০০–১৭০০ টাকা বান্ডিল দরে। প্রায় তিন গুণ বেশি দাম দিয়ে ফুল কিনতে হচ্ছে।
ব্যবসায়ীরা জানাচ্ছেন, কবে বিমান পরিষেবা স্বাভাবিক হবে তার নিশ্চয়তা নেই। ফলে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণের কোনও সম্ভাবনা আপাতত দেখা যাচ্ছে না।