পথদুর্ঘটনায় প্রাণ গেল খুদের। জখম হল তার দুই দিদি। ঘটনাস্থল দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর।
স্থানীয় সূত্রে খবর, মৃতের নাম স্মৃতি তরফদার। ১১ বছরের মেয়েটি বাসন্তী দেবী বালিকা বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী। মঙ্গলবার সকালে দিদির স্কুটারে চেপে স্কুলে যাচ্ছিল স্মৃতি। সাড়ে ১০টা নাগাদ সোনারপুরের দিদিমণি স্টপেজ সংলগ্ন এলাকায় দুর্ঘটনা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, ব্যাটারিচালিত স্কুটারে চালক-সহ তিন জন ছিলেন। তিন জনই মেয়ে। দিদিমণি বাসস্টপেজের কাছে একটি গাড়িকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারান স্কুটারের চালক। স্কুটি-সমেত তিন জনেই পড়েন পুকুরে। দু’জনকে উদ্ধার করা গেলেও নাবালিকাকে পাওয়া যাচ্ছিল না। পরে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
পরিবার সূত্রে খবর, দিদি দিশা তরফদারের ব্যাটারিচালিত স্কুটারে চেপেই স্কুলে যেত স্মৃতি। দিশা একাদশ শ্রেণির ছাত্রী। দুই বোনের সঙ্গে ওই একই স্কুটারে চেপে স্কুল থেকে বাড়ি যাতায়াত করে আর এক তুতো বোন শ্রুতি তরফদার। তিন জনেই একই স্কুলের ছাত্রী।
আরও পড়ুন:
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, দুর্ঘটনার সঙ্গে সঙ্গে তাঁরা উদ্ধারের জন্য পুকুরে নেমেছিলেন। দিশা ও শ্রুতিকে জল থেকে তুলে আনা হয়। কিন্তু অনেক খুঁজেও স্মৃতিকে পাওয়া যাচ্ছিল না। ২০-২৫ মিনিট পরে পুকুর থেকে তাকে উদ্ধার করা সম্ভব হয়। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল মেয়েটিকে। কিন্তু চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
এমন একটি ঘটনায় স্বাভাবিক ভাবে শোকস্তব্ধ এলাকা। পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। তদন্ত শুরু হয়েছে। দুর্ঘটনার সঠিক কারণ খতিয়ে দেখা হচ্ছে।