Advertisement
E-Paper

শুভেন্দুর সভার ২৪ ঘণ্টার মধ্যেই বিজেপিতে ভাঙন, ৯ জন তৃণমূলে! গঙ্গাজল ছিটিয়ে সভাস্থল পবিত্র করা হল

সভা করার আগে স্থানীয় তৃণমূল নেতৃত্ব ওই মাঠে গঙ্গাজল ছিটিয়ে দেন। তাঁদের দাবি, শুভেন্দুর সভার পর মাঠটি অপবিত্র হয়ে গিয়েছিল। তাই তা পবিত্র করতেই গঙ্গাজল ছড়ানো হল।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ নভেম্বর ২০২৫ ১৯:৪৮
Several people left BJP and joined TMC within 24 hours of Shuvendu Adhikari\\\\\\\\\\\\\\\'s meeting in South 24 pargana

(উপরে) তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান পর্ব এবং সভাস্থল গঙ্গাজল ছিটিয়ে দিচ্ছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব (নীচে)। ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সভা করেছিলেন সোমবার। তার ২৪ ঘণ্টা কাটতে না-কাটতে দক্ষিণ ২৪ পরগনার সেই মন্দিরবাজার এলাকাতেই বিজেপি শিবিরে ভাঙন! একসঙ্গে ন’জন বিজেপি ছেড়ে যোগ দিলেন তৃণমূলে। তাঁদের মধ্যে রয়েছেন বিজেপির প্রাক্তন মণ্ডল সভাপতিও।

সোমবার মন্দিরতলায় গোষ্ঠতলা মাঠে সভা করেন শুভেন্দু। সেই সভা থেকে বাংলার শাসকদল তৃণমূলের বিরুদ্ধে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে একের পর এক আক্রমণ করেন। তাঁর সভার ঠিক পরের দিনই, মঙ্গলবার মন্দিরতলার সেই মাঠেই সভা করল তৃণমূল। সেই সভা শুরুর আগে তিন নম্বর মণ্ডলের বিজেপির প্রাক্তন সভাপতি জয়ন্ত প্রামাণিক-সহ মোট ন’জন পদ্মনেতা তৃণমূলে যোগ দেন।

সভা করার আগে স্থানীয় তৃণমূল নেতৃত্ব ওই মাঠে গঙ্গাজল ছিটিয়ে দেন। তাঁদের দাবি, শুভেন্দুর সভার পর মাঠটি অপবিত্র হয়ে গিয়েছিল। তাই তা পবিত্র করতেই গঙ্গাজল ছড়ানো হল। মঙ্গলবারের সভায় উপস্থিত ছিলেন তৃণমূলের মুখপাত্র সুদীপ রাহা, মথুরাপুরের সাংসদ বাপি হালদার, সোনারপুর দক্ষিণের বিধায়ক লাভলী মৈত্র, মন্দিরবাজারের বিধায়ক জয়দেব হালদার-সহ অনেক জেলা নেতৃত্ব।

বিজেপি নেতাদের তৃণমূলে যোগ দেওয়া প্রসঙ্গে মথুরাপুরের সাংসদ টেনে আনেন শুভেন্দুর সভা প্রসঙ্গ। তিনি বলেন, ‘‘ওই সভা থেকে শুভেন্দু আমাকে এবং আমাদের দলীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে যে ভাবে কুৎসা এবং অপপ্রচার করেছেন, তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে তাঁরই দলের পঞ্চায়েত সদস্যেরা তৃণমূলে যোগ দিলেন।’’ কেন দল ছাড়লেন বিজেপি নেতারা? তৃণমূলে যোগ দিয়ে বিজেপির প্রাক্তন মণ্ডল সভাপতি বলেন, ‘‘আমরা বিজেপি করতাম। তবে আজ তৃণমূলে যোগ দিলাম। কারণ, আমরা দেখতে পাচ্ছি, আমাদের সাংসদ মথুরাপুরের উন্নয়নের জন্য সংসদে আওয়াজ তুলেছেন। কিন্তু তার পরেও বিজেপি থেকে কুৎসা রটনা করা হচ্ছে। তার প্রতিবাদে এই যোগদান।’’

BJP TMC
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy