তাইল্যান্ডের মঞ্চে দুটি স্বর্ণপদক জিতে দেশের মুখ উজ্জ্বল করলেন উস্তির সৌরভ কুমার। চতুর্থ ‘এশিয়ান যোগাসন স্পোর্টস কাপে’ চিরাচরিত ও শৈল্পিক— দুই বিভাগেই সেরার শিরোপা পেলেন উস্তির ঘটকপুরের বাসিন্দা বছর সাতাশের এই যুবক। সব মিলিয়ে প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করেছেন তিনি।
ছোটবেলা থেকেই যোগাসন আর জিমন্যাস্টিকে পারদর্শী ছিলেন সৌরভ। স্কুলের গণ্ডি পেরিয়ে পুণের এক প্রতিষ্ঠানে যোগশাস্ত্রে স্নাতক, পরে নাগপুর থেকে এমএসসি পাশ করেন। তারপর থেকেই একের পর এক জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় যোগ দেন। বছরখানেক আগে পঞ্জাবের জাতীয় প্রতিযোগিতায় সোনা, শ্রীলঙ্কায় আন্তর্জাতিক আসরে রুপো জিতে ধাপে ধাপে এগিয়ে যান সাফল্যের সিঁড়ি বেয়ে।
তাইল্যান্ডের প্রতিযোগিতা সেই লড়াইয়ের মুকুটে যোগ করল নতুন পালক। সৌরভ বলেন, “অনেক লড়াই করে আজ এই জায়গায় পৌঁছতে পেরেছি, তবে এখনও অনেক পথ চলা বাকি। চেষ্টা করব, যাতে আরও বেশি করে দেশের নাম উজ্জ্বল করতে পারি।”
সৌরভের সাফল্যে খুশির হাওয়া তাঁর এলাকায়। ডায়মন্ড হারবারের মহকুমাশাসক অঞ্জন ঘোষ বলেন, “আমরা সৌরভের জন্য গর্বিত। যে কোনও সমস্যায় আমরা ওঁর পাশে আছি। ইতিমধ্যেই বিডিওকে ওঁর খোঁজ-খবর নিতে বলেছি।”
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)