সোমবার রাতে ঝড়-বৃষ্টিতে ক্ষয়ক্ষতি হল সাগর ব্লকের দু’টি পঞ্চায়েত এলাকায়। বাজ পড়ে সঞ্জয় খাঁড়া (৪২) নামে এক চাষির মৃত্যুও হয়েছে মুড়িগঙ্গা ১ পঞ্চায়েতে। মুড়িগঙ্গা ১ ও ২ পঞ্চায়েত এলাকায় ঝড়ের দাপটে আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ৩০০ বাড়ি। তবে হতাহতের খবর নেই। সোমবার রাতে ঝড়বৃষ্টিতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাড়ি নামখানার নারায়ণপুরে রাস্তার পাশে একটি পুকুরে পড়ে যায়। ছ’জন যাত্রীর কেউ জখম হননি। কাকদ্বীপ থানার পুলিশ গিয়ে গাড়িটি উদ্ধার করে।
অন্য দিকে, ঝড়ের ক্ষয়ক্ষতি প্রসঙ্গে পঞ্চায়েত সমিতির সভাপতি অনিতা মাইতি বলেন, ‘‘যাঁদের বাড়িঘর নষ্ট হয়েছে, বেশির ভাগই দরিদ্র পরিবার। তাঁদের ত্রাণ-ত্রিপল দেওয়ার ব্যবস্থা করছি। বেশ কিছু এলাকায় পানের বরজও নষ্ট হয়েছে।’’ সাগর ব্লকের বেশ কিছু জায়গায় গাছ পড়ে বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন হয়ে রয়েছে। গাছ কেটে সেগুলি চালু করার কাজ চলছে বলে স্থানীয় সূত্রের খবর।
পানের বরজ নষ্ট হয়ে যাওয়ার জন্য কী অঙ্কের ক্ষতিপূরণ দেওয়া হবে, তা নিয়ে এখনও কিছু সিদ্ধান্ত নেয়নি মহকুমা প্রশাসন। বরজ নামখানা এবং পাথরপ্রতিমাতেও কিছু কিছু বরজ নষ্ট হয়েছে।
পঞ্চায়েতের গেটে তালা। সিপিএম প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে পঞ্চায়েতের গেটে তালা তৃণমূল। সোমবার দুপুরে মথুরাপুর-২ ব্লকের নগেন্দ্রপুর পঞ্চায়েতে ঘটনাটি ঘটেছে। সিপিএমের প্রধান উন্নয়ন করছেন না, স্বজনপোষণ করছেন— এই অভিযোগ তুলে দিন কয়েক আগে তৃণমূল বিডিওর কাছে স্মারকলিপি দেয়। মঙ্গলবার বেলা সাড়ে ১২টা নাগাদ কর্মীদের বের করে তালা ঝুলিয়ে দেওয়া হয় পঞ্চায়েতে। প্রধান রাজকৃষ্ণ বৈরাগী বলেন, ‘‘কেন তালা ঝোলাল তা-ও জানি না।’’ তৃণমূলের অভিযোগ, দুর্নীতি, অনুন্নয়নের প্রতিবাদেই এই সিদ্ধান্ত।