Advertisement
১৮ এপ্রিল ২০২৪

পাম্প-বিভ্রাট, জলে ভাসল সাবওয়ে

রেললাইন পারাপার বন্ধ করতে গত বছর পুজোর মুখে ঘটা করে উদ্বোধন হয়েছিল সোদপুর স্টেশনের সাবওয়ের। কেটেছে সাকুল্যে দু’মাস। রবিবার সকালে সেখানে নেমে যাত্রীরা দেখলেন, যেন খাল দিয়ে জল বইছে! কোনও বৃষ্টি নেই।

দুর্ভোগ: পাম্প চালিয়ে জল বার করার পরে ফের তা ব্যবহার করছেন যাত্রীরা। রবিবার, সোদপুর স্টেশনের সাবওয়েতে। ছবি: সজল চট্টোপাধ্যায়

দুর্ভোগ: পাম্প চালিয়ে জল বার করার পরে ফের তা ব্যবহার করছেন যাত্রীরা। রবিবার, সোদপুর স্টেশনের সাবওয়েতে। ছবি: সজল চট্টোপাধ্যায়

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৪ জানুয়ারি ২০১৯ ০০:৩৮
Share: Save:

রেললাইন পারাপার বন্ধ করতে গত বছর পুজোর মুখে ঘটা করে উদ্বোধন হয়েছিল সোদপুর স্টেশনের সাবওয়ের। কেটেছে সাকুল্যে দু’মাস। রবিবার সকালে সেখানে নেমে যাত্রীরা দেখলেন, যেন খাল দিয়ে জল বইছে! কোনও বৃষ্টি নেই। তার পরেও নতুন সাবওয়ে কী ভাবে জলে ভরল, তাতে বিস্ময় তৈরি হয় তাঁদের মধ্যে। বাধ্য হয়ে প্ল্যাটফর্ম বদল করতে বহু ঘুরে সেই লাইনই পেরোতে হল তাঁদের। শেষে সমস্যার সমাধান করেন রেল কর্তৃপক্ষ। তাঁরা জানান, বিদ্যুৎ বিভ্রাটে একটি পাম্প বন্ধ হয়ে এই বিপত্তি।

শ্যামল বিশ্বাস নামে এক যাত্রী বলেন, ‘‘সকালে সাবওয়েতে নেমে দেখি জল থইথই। অনেক ঘুরে লাইন পেরিয়ে প্ল্যাটফর্ম বদল করি।’’ সোদপুরের স্টেশন ম্যানেজার তরুণ বিশ্বাস বলেন, ‘‘ছুটি থাকলেও খবর পেয়ে এসে দ্রুত পদক্ষেপ করি।’’ কিন্তু সাবওয়েতে জল এল কী করে? তরুণবাবু জানান, সাবওয়ের পাশে একটি জলাধার রয়েছে। সেখান থেকে স্টেশনের কিছু জায়গায় পাম্পের মাধ্যমে জল পাঠানো হয়। জলস্তর নির্দিষ্ট উচ্চতায় পৌঁছলে স্বংয়ক্রিয় ভাবে পাম্প চালু হওয়ার কথা। কিন্তু এ দিন বিদ্যুতের ফেজ বদল হয়ে তা চালু হয়নি। ফলে জলস্তর বেড়ে নর্দমা ছাপিয়ে সাবওয়েতে বইতে থাকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Water Subway Sodepur Station
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE