Advertisement
২৭ এপ্রিল ২০২৪
bongaon

বনগাঁ মহাকুমা হাসপাতালে চিকিৎসক সহ করোনা আক্রান্ত ২৫, বন্ধ সার্জিক্যাল আউটডোর

মহাকুমা হাসপাতালের সুপার শঙ্করপ্রসাদ মাহাতো জানান, হাসপাতালে ১০ জন ডাক্তার এবং  নার্স ও স্বাস্থ্যকর্মী মিলিয়ে আরও ১৫ জন আক্রান্ত।

বন্ধ সার্জিক্যাল আউটডোর।

বন্ধ সার্জিক্যাল আউটডোর। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
বনগাঁ শেষ আপডেট: ১০ জানুয়ারি ২০২২ ১৯:৪২
Share: Save:

বনগাঁর ডা: জীবনরতন ধর মহাকুমা হাসপাতালে চিকিৎসক-স্বাস্থ্যকর্মী মিলিয়ে করোনা আক্রান্ত ২৫ জন। তাদের মধ্যে সার্জিক্যাল আউটডোরের দু’ই চিকিৎসকই আক্রান্ত হওয়ায় সাময়িক ভাবে বন্ধ হল সার্জিক্যাল আউটডোর। মহাকুমা হাসপাতালের সুপার শঙ্করপ্রসাদ মাহাতো জানান, হাসপাতালে ১০ জন ডাক্তার এবং নার্স ও স্বাস্থ্যকর্মী মিলিয়ে আরও ১৫ জন আক্রান্ত।

গত ২৪ ঘন্টায় নতুন করে আরও সাত জন আক্রান্ত হয়েছেন। আর তার জেরেই সার্জিক্যাল আউটডোর বন্ধের সিদ্ধান্ত নিলেন হাসপাতাল কর্তৃপক্ষ। তবে অন্য আউটডোর পরিষেবাগুলি চালু থাকবে বলেও স্পষ্ট জানিয়ে দেন শঙ্করপ্রসাদ।

করোনার সংক্রমণস্ফীতির সঙ্গে সঙ্গে উত্তর ২৪ পরগনা তথা সারা দেশ জুড়ে লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। তা থেকে রেহাই পাচ্ছেন না ডাক্তার বা স্বাস্থ্যকর্মী কেউই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE