দুয়ারে স্কুল শুরু হল দেগঙ্গায়। মূলত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে এই উদ্যোগ।
ব্লক প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মার্চের প্রথম সপ্তাহ থেকে প্রথমে মাধ্যমিক পরে উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার কথা। কিন্তু করোনা আবহে শিক্ষা প্রতিষ্ঠান এখনও বন্ধ। পড়ুয়াদের সঙ্গে শিক্ষক-শিক্ষিকাদের দূরত্বের কারণে পড়াশোনায় ক্ষতি হচ্ছে। এই পরিপ্রেক্ষিতে দেগঙ্গার কুমারপুর পরশমণি শিক্ষাবিতান উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকেরা শুরু করলেন দুয়ারে পড়াশোনার উদ্যোগ।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে পড়াচ্ছেন তাঁরা। কী ভাবে বেশি নম্বর পাওয়া যায়, তা বোঝানো হচ্ছে। পরীক্ষা ভাল দিতে ছাত্রছাত্রীদের উৎসাহিত করা হচ্ছে।