Advertisement
E-Paper

যত্ন নেন ওঁরা ক’জন 

শুশ্রূষা সেরে অনুপম নাইয়া বললেন, ‘‘কাজ শেষ। তবে সংক্রমণ ছড়ানোর ভয় আছে। কয়েকটা দিন চোখে চোখে রাখতে হবে।’’

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ জানুয়ারি ২০১৯ ০০:৩৪
অসুস্থ কুকুরের শুশ্রূষা। —নিজস্ব চিত্র।

অসুস্থ কুকুরের শুশ্রূষা। —নিজস্ব চিত্র।

ওষুধ মেশানো গরম জলে তুলো ভিজিয়ে ক্ষত জায়গাটায় বুলিয়ে দিচ্ছিলেন এক যুবক। বাকিরা কেউ রোগীর পা, কেউ মুখ ধরে রেখেছেন।

শুশ্রূষা সেরে অনুপম নাইয়া বললেন, ‘‘কাজ শেষ। তবে সংক্রমণ ছড়ানোর ভয় আছে। কয়েকটা দিন চোখে চোখে রাখতে হবে।’’

যাকে নিয়ে এত চিন্তা, সে অবশ্য চিকিৎসার পরে দু’টো বিস্কুট পেয়েই দিব্যি খুশি। লেজ নাড়াতে নাড়াতে রোদ্দুর পোহাতে বেরিয়ে গেল।

বছরখানেক ধরে রাস্তা থেকে জখম কুকুর, বেড়াল, গরু ধরে এনে চিকিৎসা করেন অনুপম নাইয়া, সাহেব সাঁফুইরা। কেউ মুদিখানার কর্মচারী। কেউ কলেজ পড়ুয়া। সকলে সামান্য টাকা জমিয়ে জমিয়ে খরচ চালান। সংগঠনের নাম দিয়েছেন ‘ক্যানিং অ্যানিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন।’ সংগঠনের নিজস্ব ঘরও আছে। বারো জন যুবক-যুবতীর সঙ্গে এই কাজে হাত লাগিয়েছেন এক পশু চিকিৎসকও।

সংগঠনের সদস্যেরা জানালেন, পথেঘাটে কত যে কুকুর! প্রতি বছরই সংখ্যাটা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। অনেক মানুষ অতিষ্ঠ কুকুরের দাপটে। ফলে সব সময়ে পথের অবলা প্রাণী যে ভাল ব্যবহার পাবে, তা-ও হয় না। ধারাল অস্ত্র দিয়ে ছোট ছোট কুকুরকে কোপানো হয়েছে, এমন উদাহরণও দেখেছেন তাঁরা। সাহেব, অনুপমরা বলেন, ‘‘বেশ কিছু কুকুরকে দেখতাম আহত অবস্থায় ঘুরে বেড়াচ্ছে। অনেক সময়ে ধুঁকতে ধুঁকতে অনেককে মারা যেতেও দেখেছি। কষ্ট হত। কী করব, বুঝে উঠতে পারিনি। এক সময়ে সমমনস্ক অনেককে পেয়ে গেলাম। এখন সকলে মিলে যতটা পারি পরিচর্যা করি।’’ পশুর আঘাত গুরুতর হলে অনেক সময়ে সংগঠনের কার্যালয়ে এনে রাখাও হয় বলে জানালেন তাঁরা। সেখানে স্যালাইন দেওয়ার ব্যবস্থা আছে।

Canning ক্যানিং Dog Murder Crime
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy