মাতলা নদীর ধারে প্রচুর ম্যানগ্রোভ কাটার অভিযোগে বাসন্তীর কামারডাঙা এলাকা থেকে ৩ জনকে গ্রেফতার করল পুলিশ। বাসন্তী ব্লকের বিডিও-র কাছে খবর যায়, মাতলার তীর থেকে প্রচুর ম্যানগ্রোভ কাটা হচ্ছে। সঙ্গে সঙ্গে প্রশাসন এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। বাসন্তী থানার পুলিশ ৩ অভিযুক্তকে গ্রেফতার করে।
যত দিন যাচ্ছে সুন্দরবনের রক্ষাকবচ ম্যানগ্রোভের সংখ্যা কমছে। কখনও কাঠের চোরাকারবারী, তো কখনও মাছের ভেড়ি তৈরির জন্য বিঘার পর বিঘা ম্যানগ্রোভ অরণ্য কেটে সাফ করে ফেলা হচ্ছে। মঙ্গলবার বাসন্তীর বিডিও খবর পান, মাতলা নদীর ধারে বাঁধ দেওয়ার নাম করে ম্যানগ্রোভ কাটা হচ্ছে। আসলে সেখানে চলছে ভেড়ি তৈরির কাজ।
বিডিও অফিস থেকে খবর পাঠানো হয় বাসন্তী থানায়। এরপর বিডিও এবং বাসন্তী থানার আইসির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী মাতলার তীরে হাজির হয়। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, জেসিবি মেশিন দিয়ে একটি বড় এলাকা জুড়ে ম্যানগ্রোভ কেটে ভেড়ি বানানোর কাজ চলছে।
ঘটনাস্থল থেকে ৩ অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের নাম দুর্গাপদ সরদার, রবিন সরদার ও মারুফ মিদ্যে। জেসিবিটিও আটক করে পুলিশ। মঙ্গলবার ধৃতদের বারুইপুর আদালতে তোলা হয়।