তৃণমূল ছেড়ে আইএসএফে যোগ। — নিজস্ব চিত্র।
আরাবুল ইসলামের পাশের পাড়া থেকে তৃণমূল ছেড়ে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট (আইএসএফ)-এ যোগ দিলেন বেশ কয়েক জন। এমনটাই দাবি করেছে আইসএফ। দল ছেড়ে তৃণমূল কর্মীদের আইএসএফে যোগ দেওয়া নিয়ে ক্ষিপ্ত ভাঙড়ের তৃণমূল নেতা আরাবুল। আইএসএফ নেতাদের পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
সোমবার রাতে ভাঙড়ের পোলেরহাট ২ অঞ্চলের ৯৬ নম্বর বুথের একাধিক তৃণমূল কর্মী আইএসএফে যোগ দেন। আইএসএফ নেতা রাইনুল হকের হাত থেকে পতাকা তুলে নেন তাঁরা। দলত্যাগীদের অভিযোগ, তাঁরা এলাকায় দীর্ঘ দিন ধরে তৃণমূল করলেও কোনও রকম সহযোগিতা পাননি। রাইনুলের বক্তব্য, ‘‘৭০ থেকে ৮০ জন আইএসএফে যোগ দিয়েছেন। যাঁরা যোগ দিয়েছেন তাঁরা তৃণমূল নেতা আরাবুল ইসলামের পাশের বুথের লোক। নৌশাদ সিদ্দিকি সব সময়ের মানুষের পাশে আছেন। অথচ তৃণমূল এলাকায় সন্ত্রাস করছে। ভাঙড়ে বিকল্প রাজনীতি আইএসএফই করছে। এ সব দেখেই তাঁরা আইএসএফে যোগ দিয়েছেন।’’
তৃণমূল ছেড়ে আইএসএফে যোগ দেওয়া নিয়ে আরাবুলের হুঁশিয়ারি, ‘‘যাঁরা চ্যাটাং চ্যাটাং কথা বলছেন তৃণমূল চাইলে তাদের চামড়া গুটিয়ে নেবে। এক মিনিটও বাড়ির বাইরে বার হতে পারবেন না।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy