Advertisement
০৩ অক্টোবর ২০২৪
Bhangar

আরাবুল ইসলামের পাশের পাড়া থেকে তৃণমূল ছেড়ে আইএসএফে, হুঁশিয়ারি দিল জোড়াফুল শিবির

ভাঙড়ের পোলেরহাট ২ অঞ্চলের ৯৬ নম্বর বুথের একাধিক তৃণমূল কর্মী আইএসএফে যোগ দেন। আইএসএফ নেতা রাইনুল হকের হাত থেকে পতাকা তুলে নেন তাঁরা।

TMC workers join ISF at Bhangar

তৃণমূল ছেড়ে আইএসএফে যোগ। — নিজস্ব চিত্র।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
ভাঙড়  শেষ আপডেট: ৩০ মে ২০২৩ ১৭:১৭
Share: Save:

আরাবুল ইসলামের পাশের পাড়া থেকে তৃণমূল ছেড়ে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট (আইএসএফ)-এ যোগ দিলেন বেশ কয়েক জন। এমনটাই দাবি করেছে আইসএফ। দল ছেড়ে তৃণমূল কর্মীদের আইএসএফে যোগ দেওয়া নিয়ে ক্ষিপ্ত ভাঙড়ের তৃণমূল নেতা আরাবুল। আইএসএফ নেতাদের পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

সোমবার রাতে ভাঙড়ের পোলেরহাট ২ অঞ্চলের ৯৬ নম্বর বুথের একাধিক তৃণমূল কর্মী আইএসএফে যোগ দেন। আইএসএফ নেতা রাইনুল হকের হাত থেকে পতাকা তুলে নেন তাঁরা। দলত্যাগীদের অভিযোগ, তাঁরা এলাকায় দীর্ঘ দিন ধরে তৃণমূল করলেও কোনও রকম সহযোগিতা পাননি। রাইনুলের বক্তব্য, ‘‘৭০ থেকে ৮০ জন আইএসএফে যোগ দিয়েছেন। যাঁরা যোগ দিয়েছেন তাঁরা তৃণমূল নেতা আরাবুল ইসলামের পাশের বুথের লোক। নৌশাদ সিদ্দিকি সব সময়ের মানুষের পাশে আছেন। অথচ তৃণমূল এলাকায় সন্ত্রাস করছে। ভাঙড়ে বিকল্প রাজনীতি আইএসএফই করছে। এ সব দেখেই তাঁরা আইএসএফে যোগ দিয়েছেন।’’

তৃণমূল ছেড়ে আইএসএফে যোগ দেওয়া নিয়ে আরাবুলের হুঁশিয়ারি, ‘‘যাঁরা চ্যাটাং চ্যাটাং কথা বলছেন তৃণমূল চাইলে তাদের চামড়া গুটিয়ে নেবে। এক মিনিটও বাড়ির বাইরে বার হতে পারবেন না।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Bhangar ISF TMC
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE