পথ দুর্ঘটনায় গুরুতর জখম হলেন দুই মোটরবাইক আরোহী। সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে ক্যানিংয়ের মাতলা সেতুর উপরে। পুলিশ জানিয়েছে, আহতদের নাম হাসান কয়াল ও ফিরোজ খান। তাঁদের বাড়ি বাসন্তীর ঢুঁড়ি এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন দুই বন্ধু একটি মোটরবাইকে বাসন্তীর দিক থেকে ক্যানিংয়ের দিকে আসছিল। সে সময়ে উল্টো দিক থেকে একটি ছোট যাত্রিবাহী গাড়ি মোটরবাইকে ধাক্কা মারে। ছিটকে পড়েন দুই আরোহী। হাসান মোটরবাইক চালাচ্ছিল। তাঁর হেলমেট ভেঙে গিয়ে মাথায় চোট লাগে। দুজনকেই ক্যানিং হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে স্থানান্তরিত করা হয়। গাড়িটিকে আটক করেছে পুলিশ। চালক পলাতক।
অন্য দিকে, একটি মিনিডরের সঙ্গে মুখোমুখি ধাক্কায় মৃত্যু হল বাইক চালকের। সোমবার দুপুর সাড়ে ১২টা নাগাদ ঘটনাটি ঘটেছে দত্তপুকুর থানার কদম্বগাছি পঞ্চায়েতের সামনে বারাসত-টাকি রোডে। পুলিশ জানিয়েছে, মৃত বাইক আরোহীর নাম আকবর আলি (২৪)। দেহ ময়না-তদন্তে পাঠানো হয়েছে।