ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দু’দল ছাত্রের মধ্যে মারামারি বেধেছিল। পরে যে গঠনাকে কেন্দ্র করে স্কুলে ভাঙচুর চালানোর অভিযোগ উঠল এক দল ছাত্র ও বহিরাগতদের বিরুদ্ধে। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে ক্যানিংয়ের তালদি মোহনচাঁদ হাইস্কুলে। পুলিশ জানিয়েছে, ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিন বহিরাগত যুবককে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রের খবর, শুক্রবার বিকেলে স্কুলের নবম, দশম ও একাদশ শ্রেণির ছাত্রেরা মিলে ক্লাসঘরেরই ক্রিকেট খেলছিল। খেলাকে কেন্দ্র করে তাদের মধ্যে গন্ডগোল বাধে। প্রধান শিক্ষক সঞ্জয় নস্কর সাময়িক ভাবে বিষয়টি মিটিয়ে দেন। কিন্তু তাঁর কিছু মন্তব্য নিয়ে ক্ষোভ তৈরি হয় কিছু ছাত্রের মধ্যে।
শনিবার স্কুল চলাকালীন একদল ছাত্র ও বহিরাগত গেট ভেঙে স্কুলে ঢোকে। তারা প্রধান শিক্ষকের দেখা না পেয়ে তাঁর অফিস, ল্যাবরেটরি এবং ক্লাসরুমে ভাঙচুর চালায়। মিড ডে মিলের চালও নষ্ট করা হয়। বাধা দিতে গেলে মারধর করা হয় অশিক্ষক কর্মীদের। ছাত্রদের মারে গুরুতর জখম হন সূর্যকান্ত সর্দার নামে এক অশিক্ষক কর্মী।