গোষ্ঠী কোন্দলের জেরে এ বার শাসকদলের দলীয় কার্যালয় ভাঙচুর ঘটনা ঘটল হাসনাবাদের দক্ষিণ ভেবিয়া হাটখোলায়।
পুলিশ জানিয়েছে, বুধবার রাতে তৃণমূলের পার্টি অফিসে কয়েকজন কর্মী আলোচনা করছিলেন। সে সময়ে কিছু যুবক মোটরবাইক নিয়ে এসে এলোপাথাড়ি গুলি ও বোমা ছোড়ে বলে অভিযোগ। মোটরবাইকে আসা যুবকেরা কার্যালয়ের ভিতরে ঢুকে ভাঙচুর চালায়। মারধর করা হয় কয়েকজনকে। দলের একটি সূত্র জানাচ্ছে, গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই ঘটনা। এলাকায় পুলিশি টহল চলছে।
উত্তর ২৪ পরগনার জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, ‘‘দলে কোনও গোষ্ঠীদ্বন্দ্ব চলবে না। সকলকে এক সঙ্গে থাকতে হবে। যদি গোষ্ঠীদ্বন্দ্ব প্রমাণ মেলে, তা হলে উপযুক্ত সাজা পাবে।’’ তিনি আরও বলেন, ‘‘দলের অনুমতি ছাড়া কোনও কার্যালয় খোলা যাবে না। ওখানে কেন এতগুলি কার্যালয়, তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।’’