Advertisement
১৯ মে ২০২৪

দুই জেলায় পালিত কন্যাশ্রী দিবস

নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে দুই জেলায় রবিবার পালিত হল কন্যাশ্রী দিবস। এ দিন বনগাঁ শহরে মহকুমা প্রশাসন ও পুরসভার উদ্যোগে এই দিনটি পালিত হয়। পরে নবনির্মিত নীলদর্পণ ভবনে হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। যোগ দিয়েছিল স্কুল পড়ুয়ারা।

মেয়েদের ক্যারাটে প্রদর্শণী দেগঙ্গায়। ছবি: সজলকুমার চট্টোপাধ্যায়।

মেয়েদের ক্যারাটে প্রদর্শণী দেগঙ্গায়। ছবি: সজলকুমার চট্টোপাধ্যায়।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৫ অগস্ট ২০১৬ ০১:৫৩
Share: Save:

নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে দুই জেলায় রবিবার পালিত হল কন্যাশ্রী দিবস।

এ দিন বনগাঁ শহরে মহকুমা প্রশাসন ও পুরসভার উদ্যোগে এই দিনটি পালিত হয়। পরে নবনির্মিত নীলদর্পণ ভবনে হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। যোগ দিয়েছিল স্কুল পড়ুয়ারা। উপস্থিত ছিলেন মহকুমাশাসক সুদীপ মুখোপাধ্যায়, এসডিপিও অনিল রায় প্রমুখ।

ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এ দিন কন্যাশ্রী দিবস পালন উপলক্ষে রবিবার কাকদ্বীপে প্রায় সাড়ে ন’হাজার স্কুল ছাত্রীর হাতে কন্যাশ্রী প্রকল্পের অনুদান তুলে দিল কাকদ্বীপ পঞ্চায়েত সমিতি। ওই অনুষ্ঠানে ১৯২ জন আশাকর্মীকে সাইকেল এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে ব্লকের মধ্যে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারীদের সংবর্ধনা দেওয়া হয়। উপস্থিত ছিলেন সুন্দরবন উন্নয়নমন্ত্রী মন্টুরাম পাখিরা। হয় পদযাত্রা।

বসিরহাট পুরসভার উদ্যোগে ও বসিরহাট মহকুমা প্রশাসনের সহযোগিতায় পদযাত্রা হয়। এখানে উপস্থিত ছিলেন সাংসদ ইদ্রিশ আলি, বিধায়ক দীপেন্দু বিশ্বাস, মহকুমাশাসক নীতিশ ঢালী প্রমুখ।

উত্তরের মতো দক্ষিণেও বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে কন্যাশ্রী দিবস পালন করা হয়। কুলপি ব্লক অফিসের মাঠে অনুষ্ঠান হয়। ব্লক প্রশাসন সূত্রে খবর, ওই অনুষ্ঠানে ৩৫০ ছাত্রীকে কন্যাশ্রী বালা দেওয়া হয়। ছিলেন বিডিও বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায়, বিধায়ক যোগরজ্ঞন হালদার প্রমুখ। এছাড়াও গোসাবা, বাসন্তী-সহ দুই জেলার সব ব্লকেই কন্যাশ্রী দিবস উদযাপন করা হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Kanyashree
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE