গাড়ি নিয়ে মোটরবাইকের পিছু ধাওয়া করে এক যুবককে গুলি করে খুন করল দুষ্কৃতীরা। পুলিশ জানিয়েছে, দত্তপুকুর থানার গোলাবাড়ির বাসিন্দা ওই যুবকের নাম মিজানুর রহমান (৩৫)। ঘটনাটি ঘটে শুক্রবার ভোরে দেগঙ্গা থানার রামনগর এলাকায়। প্রাথমিক তদন্তের পরে পুলিশের অনুমান, দুষ্কৃতীদের নিজেদের মধ্যে টাকার বখরার জেরেই এই খুন। এই ঘটনায় শুক্রবার রাত পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মিজানুরের নামে গাড়ি, মোটরবাইক চুরির অভিযোগ ছিল। দিন কয়েক ধরে সে গাড়ি ভাড়া দেওয়ার ব্যবসায় নেমেছিল। বৃহস্পতিবার রাতে আমডাঙায় শ্বশুরবাড়িতে ছিল মিজানুর। সেই সময় তাঁর মোবাইলে ফোন আসে। বলা হয়, হাড়োয়ায় তাঁর গাড়ি খারাপ হয়ে গিয়েছে। ফোন পেয়েই শ্যালক সুরজ আলিকে নিয়ে মোটরবাইক করে বাড়ি থেকে বের হয় মিজানুর।
সুরজকে জিজ্ঞাসাবাদ করে করে পুলিশ জানতে পেরেছে, শুক্রবার ভোরে গাড়ির কাজ সেরে সে মিজানুরকে মোটরবাইকের পিছনে বসিয়ে ফিরছিল। পথে একটি গাড়ি নিয়ে কয়েকজন তাঁদের ধাওয়া করে। রামনগরের কাছে সেই গাড়ি থেকে মিজানুরকে লক্ষ্য করে দু’টি গুলি ছোঁড়া হয়। রক্তাক্ত অবস্থায় মিজানুরকে প্রথমে হাড়োয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে বারাসত হাসপাতালে রেফার করা হয়। পথে হাড়োয়া রোডে হাজিপুরে মৃত্যু হয় মিজানুরের।