Advertisement
২৭ এপ্রিল ২০২৪

কালীমন্দিরে চুরি, প্রতিবাদে অবরোধ যশোহর রোডে

প্রাচীন একটি মন্দিরের গ্রিলের তালা ভেঙে সোনা ও রূপোর গয়না-সহ প্রণামী বাক্সের টাকা চুরি করে পালাল দুষ্কৃতীরা। শনিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে গাইঘাটার কুলপুকুরে শ্রীশ্রী শ্মশান কালী মন্দিরে। এই মন্দিরটি এলাকাবাসীদের কাছে খুবই জাগ্রত। দুষ্কৃতীদের দ্রুত গ্রেফতার ও চুরি যাওয়া অলঙ্কার উদ্ধারের দাবিতে রবিবার সকালে যশোহর রোড অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় কয়েকশো মহিলা ও পুরুষ।

এই মন্দিরের বিগ্রহের গয়নাই চুরি গিয়েছে। নিজস্ব চিত্র।

এই মন্দিরের বিগ্রহের গয়নাই চুরি গিয়েছে। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
গাইঘাটা শেষ আপডেট: ০১ ডিসেম্বর ২০১৪ ০১:৩৬
Share: Save:

প্রাচীন একটি মন্দিরের গ্রিলের তালা ভেঙে সোনা ও রূপোর গয়না-সহ প্রণামী বাক্সের টাকা চুরি করে পালাল দুষ্কৃতীরা। শনিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে গাইঘাটার কুলপুকুরে শ্রীশ্রী শ্মশান কালী মন্দিরে।

এই মন্দিরটি এলাকাবাসীদের কাছে খুবই জাগ্রত। দুষ্কৃতীদের দ্রুত গ্রেফতার ও চুরি যাওয়া অলঙ্কার উদ্ধারের দাবিতে রবিবার সকালে যশোহর রোড অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় কয়েকশো মহিলা ও পুরুষ। গাইঘাটা থানার ওসি অরিন্দম মুখোপাধ্যায় ঘটনাস্থলে গিয়ে অলঙ্কার উদ্ধার ও দুষ্কৃতীদের গ্রেফতারের প্রতিশ্রুতি দিলে অবরোধ তুলে নেওয়া হয়। সকাল সাড়ে ৭টা থেকে এই অবরোধ শুরু হয়। তা প্রায় মিনিট চল্লিশ ধরে চলে। এর জেরে যানজটের সৃষ্টি হয়।

পুলিশ ও মন্দির কমিটি সূত্রে জানা গিয়েছে, মন্দিরের পাঁচটি তালার মধ্যে দু’টি ভাঙা অবস্থায় পড়ে থাকলেও বাকি তিনটির খোঁজ মেলেনি। অভিযোগ, বিগ্রহ থেকে সোনার জিভ, তিনটি চোখ, হাতের বালা, টিকলি, কানের দুল, নথ চুরি গিয়েছে। সব মিলিয়ে প্রায় ১৫ ভরি সোনার ও ৩ কেজি রুপোর গয়না লুঠ হয়েছে। পাশাপাশি প্রণামী বাক্স ভেঙে প্রায় ২০ হাজার টাকা চুরি হয়েছে বলে অভিযোগ মন্দির কর্তৃপক্ষের।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই কালীমন্দিরে দূর-দূরান্ত থেকে মানুষ পুজো দিতে আসেন। শুধু এলাকায় নয় রাজ্যেও এই মন্দিরটির সুনাম রয়েছে। এমনকী, গাড়ি নিয়ে যশোহর রোড ধরে যাতায়াতের সময় বহু মানুষ দাঁড়িয়ে প্রণাম সেরে যান। রাত সাড়ে ১১টা পর্যন্ত মন্দিরে লোকজন থাকেন। আবার ভোর সাড়ে ৪টের সময়ে মন্দিরের পাশেই একটি চায়ের দোকান খুলে যায়। মন্দির কমিটির সহ-সম্পাদক বিমলচন্দ্র ঘোষ বলেন, “আমাদের অনুমান রাত দেড়টা-দু’টো নাগাদ ঘটনাটি ঘটেছে। স্থানীয় বাসিন্দা ননীগোপাল দে রবিবার সকাল সাড়ে ৬টা নাগাদ হাবরায় নিজের দোকানে যাওয়ার আগে মন্দিরে নমস্কার করতে গিয়ে দেখেন তালা ভাঙা। তিনি আশপাশের লোকেদের খবর দেন। এলাকার মানুষ সেখানে জড়ো হন।”

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মাসখানেক আগেও একবার এই মন্দিরের প্রণামী বাক্স থেকে টাকা চুরি করেছিল দুষ্কৃতীরা। বাক্সটি পাওয়া গিয়েছিল মন্দিরের পাশেই একটি পুকুরের ধারে। তারপর থেকে গাইঘাটা থানার পুলিশের তরফে রাতে মন্দিরে কয়েকজন সিভিক ভলান্টিয়ার্স দেওয়া হয়েছিল।

এলাকাবাসীর অভিযোগ, এক সপ্তাহ হল রাতে সিভিক ভলান্টিয়ার্সরা মন্দিরে থাকেন না। এ দিন বনগাঁর এসডিপিও মীর সাহিদুল আলি ঘটনার তদন্তে মন্দিরে যান। তিনি বলেন, “তদন্ত শুরু হয়েছে। দুষ্কৃতীদের শীঘ্রই গ্রেফতার করা হবে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE