গাইঘাটা ও অশোকনগর থানার পরিচালনায় শুক্রবার সকালে সিভিক ভলান্টিয়ারদের মধ্যে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা হয়। গাইঘাটার ম্যারাথনটি শুরু হয় স্থানীয় ব্লক অফিস থেকে ঠাকুরনগর পর্যন্ত। মহিলা ও পুরুষ মিলিয়ে প্রায় ২৫০ জন প্রতিযোগী যোগ দিয়েছিলেন। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন যথাক্রমে বাপ্পা মণ্ডল, মহানন্দ মণ্ডল ও অতুল ঘোষ। বাল্যবিবাহ ও নারী-শিশু রুখতে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে ম্যারাথনে ট্যাবলো বের করা হয়। অন্য দিকে অশোকনগর থানার পক্ষ থেকে স্থানীয় রাজবেড়িয়া থেকে থানা পর্যন্ত এই প্রতিযোগিতা হয়। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন যথাক্রমে আজিজুল হক, জইরুল মোল্লা ও পার্থ দাস।