Advertisement
E-Paper

টুকরো খবর

বৈধ পাসপোটর্, ভিসা নিয়ে বাংলাদেশ থেকে এ দেশে ঢুকে সোনা পাচার করছিল একটি আন্তর্জাতিক চক্র। মঙ্গলবার সন্ধ্যায় ও বুধবার সকালে পেট্রাপোল সীমান্তে শুল্ক দফতরের হাতে ধরা পড়ে গেল সেই চক্রের দুই সদস্য শুকদেব বিদ ও গুরুপদ বিদ। তাদের বাড়ি হরিয়ানার পানিপথ এবং পাঞ্জাবের পাতিয়ালাতে।

শেষ আপডেট: ২৬ জুন ২০১৪ ০১:১৪

ফের সোনা উদ্ধার সীমান্তে গ্রেফতার দুই

নিজস্ব সংবাদদাতা • পেট্রাপোল

ধৃত শুকদেব ও গুরুপদ বিদ। —নিজস্ব চিত্র।

বৈধ পাসপোটর্, ভিসা নিয়ে বাংলাদেশ থেকে এ দেশে ঢুকে সোনা পাচার করছিল একটি আন্তর্জাতিক চক্র। মঙ্গলবার সন্ধ্যায় ও বুধবার সকালে পেট্রাপোল সীমান্তে শুল্ক দফতরের হাতে ধরা পড়ে গেল সেই চক্রের দুই সদস্য শুকদেব বিদ ও গুরুপদ বিদ। তাদের বাড়ি হরিয়ানার পানিপথ এবং পাঞ্জাবের পাতিয়ালাতে। ধৃতদের কাছ থেকে প্রায় দু’কিলোগ্রাম ওজনের দশটি সোনার খণ্ড ও একটি রিং উদ্ধার করেছে শুল্ক দফতর, যার বাজারমূল্য প্রায় ৭০ লক্ষ টাকা। ধৃতদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। পেট্রাপোল শুল্ক দফতর সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধ্যা ৬টা নাগাদ বেনাপোল হয়ে পেট্রাপোলে ঢুকেছিল শুকদেব। তার মালপত্র পরীক্ষা করার সময়ে তার কাছ থেকে ৪ খণ্ড সোনা পাওয়া যায়। পরের দিন সকালে একই কায়দায় পেট্রাপোলে ঢুকছিলগুরুপদ। তার কাছ থেকে বাকি সোনা উদ্ধার হয়। পেট্রাপোল শুল্ক দফতরের সহকারি আধিকারিক শ্রীরাম বিষ্ণুই বলেন, ‘‘ধৃতরা দুবাই থেকে সোনা নিয়ে বাংলাদেশ হয়ে এদেশে সোনা পচারের চেষ্টা করছিল। সোনার বার কেটে বিস্কুটের মতো বানানো হয়েছিল। ধৃতদের জেরা করে আরও তথ্য জানার চেষ্টা করা হচ্ছে।’’ সাম্প্রতিক অতীতে পেট্রাপোল সীমান্তে কয়েক কোটি টাকার সোনা উদ্ধার হয়েছে। কয়েক দিন আগেই সোনা পাচারের সময় দিল্লির তিন বাসিন্দাকে গ্রেফতার করেছিল বিএসএফ। শুল্ক দফতর সূত্রে জানা যাচ্ছে, কয়েক মাস আগে পর্যন্ত যে সব পাচারকারীরা ধরা পড়েছে, তাদের কাছে এদেশে ঢোকার বৈধ নথিপত্র থাকত না। কিন্তু এ বার বৈধ কাগজপত্র, ভিসা নিয়ে এ দেশে ঢুকছে পাচারকারীরা। যা নিয়ে উদ্বিগ্ন বিএসএফ ও শুল্ক দফতরের আধিকারিকেরা।

তৃণমূলে যোগ দিলেন প্রাক্তন সিপিএম প্রধান

নিজস্ব সংবাদদাতা • ক্যানিং

মোকাবুলের হাতে পতাকা তুলে দিলেন শক্তি মণ্ডল। —নিজস্ব চিত্র।

ক্যানিং পূর্ব বিধানসভা এলাকার জীবনতলা বাজারে ক্যানিং ২ ব্লক তৃণমূলের ডাকে এক জনসভায় বুধবার বিকেলে যোগ দিলেন সিপিএমের প্রক্তন প্রধান মোকাবুল হোসেন মোল্লা। তাঁর নেতৃত্বে বিভিন্ন এলাকা থেকে প্রায় একশো জন সিপিএম সদস্য তৃণমূলে যোগ দেয়। ওই জনসভাতে উপস্থিত ছিলেন দক্ষিণ ২৪ পরগনার তৃণমূলের জেলা সহ-সভাপতি শক্তি মণ্ডল, জয়নগর লোকসভা কেন্দ্রের সংসদ প্রতিমা মণ্ডল (নস্কর) এবং তৃণমূলের সভাপতি সওকৎ মোল্লা সহ বিশিষ্ট ব্যক্তিরা। দল ছাড়ার প্রসঙ্গে সিপিএমের মোকাবুল হোসেন মোল্লা বলেন, “ক্যনিং পূর্ব বিধানসভা এলাকার সিপিএমের যোগ্য নেতার অভাব। নেতৃত্বের অভাব। কর্মীদের নিরাপত্তা দেওয়ার মতো কেউ নেই। তাছাড়া এলাকার উন্নয়োনের স্বার্থেই আমরা তৃণমূলে যোগদান করলাম।” এদিন যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূলের সদস্যরা। এ বিষয়ে জেলার সহ-সভাপতি শক্তি মণ্ডল বলেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে যে উন্নয়োন করেছেন তা দেখেই এঁরা আমাদের দলে যোগ দিয়েছে। এবারে লোকসভা ভোটে তাঁর প্রচেষ্টায় ৩৪টি আসন পেয়েছে তৃণমূল। তাই উনার প্রতি মানুষের আস্থা আরও বেড়ে গিয়েছে। আমরা সকলকে স্বাগত জানাচ্ছি।”

রায়দিঘি-কাণ্ডে জেল-হাজত

নিজস্ব সংবাদদাতা • ডায়মন্ড হারবার

রায়দিঘি হত্যা মামলায় ৫ অভিযুক্তের আঙুলের ছাপ নেওয়ার নির্দেশ দিলেন মহকুমার অতিরিক্ত বিচার বিভাগীয় ম্যজিষ্ট্রেট। বিমলবাবু এবং বাকি চার অভিযুক্ত ছাদিম পিয়াদা, মহম্মদ জাহাঙ্গীর হোসেন মোল্লা, অভিমন্যু সর্দার ও আবু তালেব পাইককে জিজ্ঞাসা করে পুলিশ ধারালো অস্ত্র এবং তাজা বোমা উদ্ধার করেছে বলে মঙ্গলবার আদালতকে জানায়। অভিযুক্তদের ৯ জুলাই পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক আশিস গুপ্তা।

ভাঙড়ে তৃণমূল যুবার নেতাকে মার দুষ্কৃতীদের

নিজস্ব সংবাদদাতা • ভাঙড়

দুষ্কৃতীদের আক্রমণে গুরুতর জখম হলেন রাফিকুল মোল্লা নামে তৃণমূল যুবার এক নেতা। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে ভাঙরের কাশিপুর থানার পানাপুকুর এলাকায়। দলীয় কর্মসূচী সেরে ভাঙড়ের পানাপুকুর গ্রামের বাড়িতে ফেরার পথে এই ঘটনা ঘটে বলে তিনি জানান। তিনি শ্যামপুকুর অঞ্চলের তৃণমূল যুবার সম্পাদক ছিলেন। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, এদিন রাফিকুলবাবু কলকাতার যাদবপুর থেকে দলীয় কর্মসূচী সেরে বাড়ি ফেরার সময় পানপুকুরের কাছে তাঁর মোটর বাইক থামিয়ে চড়াও হয় দুষ্কৃতীরা। প্রথমে তারা তাঁকে মারধর করে তারপর ধারাল অস্ত্র দিয়ে তাঁকে আঘাত করে পালায়। স্থানীয় বাসিন্দারা তাঁকে আশঙ্কাজনক অবস্থায় ভাঙড়ের একটি নার্সিংহোমে ভর্তি করেন। এ প্রসঙ্গে ভাঙড় বিধানসভা কমিটির তৃণমূল যুবার সভাপতি কাশিকুল করুব খান বলেন, “সিপিএমের দুষ্কৃতীরা পরিকল্পিতভাবে এই কাজ করেছে। এলাকায় হেরে গিয়ে ওরা সন্ত্রাস সৃষ্টি করছে।” সিপিএম অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছে।

ইজ্জত কাটতে সমস্যা, অবরোধ

নিজস্ব সংবাদদাতা • মগরাহাট

বিপিএল তালিকা ভুক্ত রেল যাত্রীদের ইজ্জত মান্থলি কাটতে নানা রকম সমস্যা হচ্ছে, এই অভিযোগে শিয়ালদহ-ডায়মন্ড হারবার শাখার মগরাহাট স্টেশনে ট্রেন আটকে রেখে বিক্ষোভ দেখালেন যাত্রীরা। বুধবার ভোর সাড়ে ৫টা থেকে প্রায় চার ঘন্টা বিক্ষোভ চলার পর মগরাহাট-২ ব্লকের বিডিও খোকনচন্দ্র বালা ঘটনাস্থলে গিয়ে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে অবরোধ ওঠে। বিক্ষোভকারীদের অভিযোগ, ওই মান্থলি টিকিট কাটতে গেলে বিপিএল কার্ড, পঞ্চায়েত প্রধান, বিডিও এবং বিধায়কের শংসাপত্র প্রয়োজন হয়। এই সব শংসাপত্র সংগ্রহ করতে অনেক সময় লেগে যায়। বিডিও খোকন চন্দ্র বালা বলেন, “ওদের সমস্যা যাতে সমাধান করা যায় তার ব্যবস্থা নেওয়া হচ্ছে।” এ দিনই রেল-ভাড়া বৃদ্ধির প্রতিবাদে বসিরহাটের ঘোড়ারাস স্টেশনে প্রায় এক ঘণ্টা লাইনের উপর বসে পড়ে ট্রেন অবরোধ করল তৃণমূল সমর্থকরা। বুধবার সকাল সাড়ে সাতটা থেকে সাড়ে আটটা পর্যন্ত অবরোধ চলে। তার আগে এসইউসিও অবরোধ করেছিল। পরে রেল পুলিশ গিয়ে অবরোধ ওঠায়।

খুনের চেষ্টার অভিযোগে ধৃত

নিজস্ব সংবাদদাতা • বসিরহাট

প্রতিবেশী এক ব্যক্তিকে খুনের চেষ্টার অভিযোগে মঙ্গলবার রাতে সুবোধ বিশ্বাস নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে মিনাখাঁ থানার চাপালি গ্রামে। পুলিশ জানিয়েছে, সুবোধ বিশ্বাসের স্ত্রীর সঙ্গে বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন প্রতিবেশী অজয় মণ্ডল। বিষয়টি জানাজানি হলে দুই পরিবারের মধ্যে বিবাদ বাধে। গ্রামে বৈঠক ডেকে বিষয়টির মীমাংসার চেষ্টা করা হলেও মেটেনি। গত রবিবার বিষয়টি নিয়ে বচসার সময়ে সুবোধবাবু পকেট থেকে ছুরি বের করে অজয়বাবুকে আঘাত করেন বলে অভিযোগ। গুরুতর আহত অবস্থায় অজয়বাবুকে স্থানীয় হাসপএএই ঘটনার পর অজয়ের পরিবার খুনের চেষ্টার অভিযোগ করলে গ্রাম ছেড়ে পালিয়ে যান সুবোধবাবু। বুধবার রাতে তাঁকে গ্রেফতার করে পুলিশ।

পথ দুর্ঘটনায় মৃত্যু

মোটরবাইকে করে যাওয়ার সময়ে একটা গাড়িকে পাশ দিতে গিয়ে সেতুতে ধাক্কা মারায় মৃত্যু হল এক যুবকের। মঙ্গলবার রাতে বসিরহাটের মাটিয়ার ওই ঘটনায় মৃতের নাম আব্দুল্লা মণ্ডল (৩৫)। বাড়ি বাদুড়িয়ার আরশুনা গ্রামে। রাত ১১টা নাগাদ তিনজন মোটরবাইকে যাওয়ার সময়ে দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলেই মৃত্যু হয় আব্দুল্লার। গুরুতর আহত অবস্থায় তার দুই সঙ্গীকে কলকাতার আর জি কর হাসপাতালে পাঠানো হয়েছে।

southbengal
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy