Advertisement
১৮ মে ২০২৪

শ্লীলতাহানি, ধৃত স্বামীর বন্ধু

এক মহিলার শ্লীলতাহানির অভিযোগে তাঁর স্বামীর এক বন্ধুকে গ্রেফতার করল পুলিশ। রবিবার সন্ধ্যায় হাবরা থানার জয়গাছি এলাকার ঘটনা। পুলিশ জানিয়েছে, ধৃত যুবকের নাম তপন বিশ্বাস। বাড়ি স্থানীয় শ্রীনগর এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জয়গাছির বাসিন্দা ওই মহিলার স্বামী পেশায় সেলাইকর্মী। রবিবার সকাল থেকে বাড়িতে সাত জন বন্ধুকে নিয়ে মদের আসর বসিয়েছিল সে।

নিজস্ব সংবাদদাতা
হাবরা শেষ আপডেট: ১২ অগস্ট ২০১৪ ০১:৫৪
Share: Save:

এক মহিলার শ্লীলতাহানির অভিযোগে তাঁর স্বামীর এক বন্ধুকে গ্রেফতার করল পুলিশ। রবিবার সন্ধ্যায় হাবরা থানার জয়গাছি এলাকার ঘটনা। পুলিশ জানিয়েছে, ধৃত যুবকের নাম তপন বিশ্বাস। বাড়ি স্থানীয় শ্রীনগর এলাকায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জয়গাছির বাসিন্দা ওই মহিলার স্বামী পেশায় সেলাইকর্মী। রবিবার সকাল থেকে বাড়িতে সাত জন বন্ধুকে নিয়ে মদের আসর বসিয়েছিল সে। অনেকক্ষণ ধরে আসর চলে। বেলা তিনটে নাগাদ মদ ফুরিয়ে গেলে স্বামী ও তার অন্য বন্ধুরা মদ আনতে বেরোয়। তপন বাড়িতেই থেকে গিয়েছিল। অভিযোগ, সেই সময়ে জল খাওয়ার নাম করে ভিতরের ঘরে ঢুকে ওই মহিলার শ্লীলতাহানি করে তপন। তখন তাঁর শিশুপুত্র ঘরে ঘুমোচ্ছিল। মহিলা তপনকে ধাক্কা মেরে ঘর থেকে বেরিয়ে যান। পরে থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই ওই মহিলার স্বামীর মদের নেশা। তা নিয়ে পরিবারেও আশান্তি ছিল। প্রায়ই মদ খেয়ে বাড়ি ফিরত ওই ব্যক্তি। বন্ধুদের নিয়ে বাড়িতেও মাঝেমধ্যেই মদের আসর বসাতো।

পুলিশ জানিয়েছে, স্থানীয় বাসিন্দারা থানায় ফোন করে খবর দিয়েছিলেন, জয়গাছির এক বাড়িতে মদের আসর বসেছে। তবে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই আসর শেষ হয়ে যায়। প্রথমে মহিলার স্বামীকেও থানায় নিয়ে যায় পুলিশ। পরে হাবরা থানার আইসি মৈনাক বন্দ্যোপাধ্যায়ের সামনে স্ত্রীর কাছে ক্ষমা চাওয়ার পর ছাড় পান ওই ব্যক্তি।

পুলিশ জানিয়েছে, এমন ঘটনায় রাগে ফুঁসছিলেন ওই মহিলা। স্বামী অনেক কান্নাকাটি, অনুনয় করার পরে শান্ত হন তিনি। স্বামীকে ক্ষমাও করে দেন। তবে তার আগে আর কখনও মদ খাবেন না বলে প্রতিশ্রুতি দিতে হয়েছে তাঁকে। তাতে অবশ্য চিঁড়ে ভেজেনি।

মহিলা জানিয়েছেন, এর আগেও অনেক বার তাঁকে এমন প্রতিশ্রুতি দিয়েছেন স্বামী। কিন্তু কয়েক দিন ঠিক থাকলেও তার পর থেকে আবার যে কে সেই। তাই এ বার পুলিশের কাছে মদ খাবে না বলে লিখিত মুচলেকা দিতে হয়েছে ওই ব্যক্তিকে। আর আইসির সামনেই স্বামীকে হুমকি দিয়েছেন স্ত্রী, মদ খেয়ে বাড়ি ফিরলেই পুলিশকে খবর দেবেন তিনি। পুলিশও তাঁকে সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন। শেষ পর্যন্ত অবশ্য থানা থেকে এক সঙ্গেই বাড়ি ফিরেছেন স্বামী-স্ত্রী।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

molestation habra
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE