বৃহস্পতিবার থেকে অশোকনগরের কচুয়া মোড়ের সঙ্ঘশ্রী ক্লাবের মাঠে শুরু হল অশোকনগর-কল্যাণগড় শিশু উৎসব। চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত। এ দিন ৩৭টি স্কুলের প্রায় আট হাজার পড়ুয়া শোভাযাত্রা এবং প্রতিযোগিতায় যোগ দেয়। উৎসব কমিটির সভাপতি মনীষীমোহন নন্দী জানান, এ বার লোকসংস্কৃতির উপরে জোর দিয়েছেন তাঁরা। বিভিন্ন দিনে থাকছে ছৌ, ঝুমুর, বাউল, আদিবাসী নৃত্য। রাজস্থানের লোকসংস্কৃতিও এ বারের উৎসবে তুলে ধরা হচ্ছে। কমিটির পক্ষে ‘সবুজ শৈশব’ নামে পত্রিকা প্রকাশ করা হয়েছে।