Advertisement
E-Paper

উদ্ধার ৪০ কেজি জিরে, কাঠগড়ায় হিলির আরএসপি প্রধানের স্বামী

সরকারি বোর্ড লাগানো ছোট গাড়ি থেকে ৪০ কেজি জিরে উদ্ধার করল পুলিশ। ওই গাড়িটির মালিক কণিকা কুন্ডু হলেন দক্ষিণ দিনাজপুরের হিলির আরএসপি পরিচালিত গ্রাম পঞ্চায়েত প্রধান রূপা কুন্ডুর বড় জা। তবে চালক রাখা, গাড়িটিকে ভাড়া খাটানোর কাজ করেন রূপাদেবীরই স্বামী তথা আরএসপি নেতা প্রবীরবাবু। তৃণমূলের দাবি, ওই জিরে পাচার করার জন্যই নিয়ে যাওয়া হচ্ছিল।

অনুপরতন মোহান্ত

শেষ আপডেট: ০১ জুলাই ২০১৫ ০২:৫৫
এই গাড়ির বনেটেই এ ভাবে জিরে নিয়ে যাওয়া হচ্ছিল। নিজস্ব চিত্র।

এই গাড়ির বনেটেই এ ভাবে জিরে নিয়ে যাওয়া হচ্ছিল। নিজস্ব চিত্র।

সরকারি বোর্ড লাগানো ছোট গাড়ি থেকে ৪০ কেজি জিরে উদ্ধার করল পুলিশ। ওই গাড়িটির মালিক কণিকা কুন্ডু হলেন দক্ষিণ দিনাজপুরের হিলির আরএসপি পরিচালিত গ্রাম পঞ্চায়েত প্রধান রূপা কুন্ডুর বড় জা। তবে চালক রাখা, গাড়িটিকে ভাড়া খাটানোর কাজ করেন রূপাদেবীরই স্বামী তথা আরএসপি নেতা প্রবীরবাবু।
তৃণমূলের দাবি, ওই জিরে পাচার করার জন্যই নিয়ে যাওয়া হচ্ছিল। তবে প্রবীরবাবু ও রূপাদেবী সে সম্পর্কে কিছুই জানেন না বলে দাবি করেছেন। গাড়িটি মঙ্গলবার রাতে এক জনকে ধাক্কা দেয়। আর এক জন দ্রুত গাড়ি চালানোর প্রতিবাদ করেছিলেন। তারপরে গাড়ি থেকে দরজা খুলে নামতে চেয়েছিলেন। সে সময় তাঁকে পিছন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ। তারপরেই গাড়ির মালিকের নাম জানাজানি হয়। গাড়িটি হিলি গ্রামীণ হাসপাতালে ভাড়া দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রবীরবাবুরা। ওই হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, গাড়িটি তাঁরা ভাড়া করলেও জিরের ব্যাপারে কিছুই জানা নেই।
ওই গাড়ির চালক রকি মোহান্ত হিলি থানায় আত্মসমর্পণ করেছেন। তাঁর বাড়ি হিলির দক্ষিণপাড়ায়। মঙ্গলবার রাতে গাড়িটি প্রথমে নগেন বর্মণ নামে এক ব্যক্তিকে ধাক্কা দেয়। তার আগেই চালক গাড়িতে অবৈধ ভাবে কিছু যাত্রী তুলেছিলেন বলে অভিযোগ। তাঁদের মধ্যে একজন বিশ্বজিৎ মালি চালককে জোরে গাড়ি চালাতে মানা করেন বলে দাবি করেছেন। তাঁর কথায়, ‘‘চালক আমার কথা শোনেননি। তিওড় এলাকায় আমি গাড়ি থেকে নামতে চাইলে আমাকে পিছন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। তারপরে আর কিছু মনে নেই।’’ দু’জনকেই বালুরঘাট হাসপাতালে ভর্তি করানো হয়। পরে নগেনবাবুকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সকালে ঘটনাটি জানাজানি হওয়ার পরে এলাকার মানুষ উত্তেজিত হয়ে যান। বেগতিক দেখে রকিবাবু রাস্তায় গাড়ি ফেলে রেখে পালান। ক্ষিপ্ত জনতা গাড়িটির কাচ ভাঙচুর করে। কিছু জিরের প্যাকেট লুঠপাট করে গাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টাও হয় বলে অভিযোগ। পুলিশ গিয়ে জনতাকে সরিয়ে গাড়ি থেকে ৪০ কেজি জিরে উদ্ধার করে। গাড়িটিকে হিলি থানায় নিয়ে যাওয়া হয়।

প্রবীরবাবু বলেন, ‘‘বালুরঘাট থেকে ফাঁকা গাড়ি নিয়ে আসার সময় চালক কী করেছে, জানি না। ওই গাড়িটি বৌদি কণিকাদেবীর নামে। মাস ছয়েক হল গাড়িটি হিলি গ্রামীণ হাসপাতালে ভাড়া দেওয়া হয়েছে।’’

ধৃত চালকের কাছ থেকে পুলিশ জেনেছে, গাড়িটি ওই গ্রামীণ হাসপাতালের চিকিৎসকদের নিয়ে হিলি থেকে বালুরঘাটের মধ্যে যাতায়াত করে। মঙ্গলবার রাতে হিলি গ্রামীণ হাসপাতালের চিকিৎসক কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়কে বালুরঘাটে পৌঁছে দিয়ে গাড়িটি হিলিতে ফিরে আসছিল। হিলির বিএমওএইচ কৌশিক দশগুপ্ত বলেন, ‘‘সিএমওএইচ অফিস থেকে গাড়িটি টেন্ডারে ভাড়া নেওয়া হয়েছিল। পুলকার হিসাবে ব্যবহার হত। এর বেশি কিছু জানি না।’’ সিএমওএইচ সুকুমার দে’কে ফোন করে পাওয়া যায়নি।

জেলা পুলিশ সুপার শীশরাম ঝাঝারিয়া বলেন, ‘‘ওই গাড়িটি হিলি গ্রামীণ হাসপাতালে ভাড়া দেওয়া হয়েছিল। গাড়ি থেকে জিরে উদ্ধার হয়েছে। পথচারীকে ধাক্কা দেওয়ার পাশাপাশি চোরাই মাল লুকিয়ে নিয়ে যাওয়ার দুটি ধারায় মামলা দায়ের করে তদন্ত শুরু হয়েছে। তদন্তে গাড়ির মালিকের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হলে ব্যবস্থা নেওয়া হবে।’’

স্বাস্থ্য দফতরের অন ডিউটি স্টিকার লাগানো গাড়িতে পাচারের অভিযোগের ঘটনায় রাজনৈতিক মহলে আলোড়ন পড়ে গিয়েছে। এলাকার তৃণমূল বিধায়ক তথা পূর্তমন্ত্রী শঙ্কর চক্রবর্তী বলেন, ‘‘ওই ঘটনার পিছনে যাঁরাই জড়িত থাকুন না কেন, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে।’’

হিলি ব্লক তৃণমূল সভাপতি আশুতোষ সাহা অভিযোগ করেন, মঙ্গলবার দুর্ঘটনার ফলে বিষয়টি সামনে এলেও ওই আরএসপি নেতা দীর্ঘদিন ধরে সরকারি বোর্ড লাগানো গাড়িতে করে পাচারের মাল সরবরাহ করেন। উপযুক্ত তদন্ত করে পুলিশকে ব্যবস্থা নিতে হবে।

কিন্তু জিরে কেন পাচার করা হয়? আশুতোষবাবুর দাবি, জিরের দাম সীমান্তের ওপারে প্রায় দ্বিগুণ। তাই তা পাচার করা হচ্ছে।

আরএসপির জেলা সম্পাদক তথা প্রাক্তন মন্ত্রী বিশ্বনাথ চৌধুরী বলেন, ‘‘ঘটনার কথা জানি না। খোঁজ নিয়ে পরে বলব।’’ আরএসপি-র হিলি পঞ্চায়েত সমিতির সদস্য বিদ্যুৎ হালদার বলেন, ‘‘গত পঞ্চায়েত ভোটে দক্ষিণপাড়া সংসদে মহিলা প্রার্থী হিসাবে প্রবীরবাবুর স্ত্রীকে দাঁড় করানো হয়। সেই সুবাদে তাঁর স্বামী প্রবীরবাবুর সঙ্গে দলের সম্পর্ক।’’ এ ছাড়া আর কিছু জানেন না বলে তিনি দাবি করেছেন।

বালুরঘাট হাসপাতালে বিশ্বজিৎ মালি। ছবি: অমিত মোহান্ত।

পুলিশ সূত্রের খবর, মঙ্গলবার রাত ৯টা নাগাদ বালুরঘাট থেকে কয়েকজন যাত্রীকে তুলে গাড়িটি হিলির দিকে রওনা হয়। প্রাথমিক তদন্তের পরে পুলিশ জানায়, বালুরঘাটেই অবৈধ ভাবে জিরের প্যাকেটগুলি গাড়ির বনেটের মধ্যে লুকিয়ে রাখা হয়েছিল। ফলে গাড়ির ইঞ্জিন গরম হয়ে নিয়ন্ত্রণ হারিয়েছিলেন চালক। বালুরঘাট থানার বাদামাইল এলাকায় ওই গাড়িটি এক ভ্যানরিকশা চালককে ধাক্কা দিয়ে গতি আরও বাড়িয়ে দেয় বলে অভিযোগ।

মাথায় আঘাত নিয়ে বালুরঘাট হাসপাতালে ভর্তি বিশ্বজিৎ মালি বলেন, ‘‘বালুরঘাট শহরে রিকশা চালিয়ে তিওড়ে বাড়ি ফেরার জন্য বাসের আশায় মঙ্গলপুর মোড়ে দাঁড়িয়েছিলাম। সে সময় ওই ছোট গাড়িটি হিলি যাবে শুনে উঠে পড়ি। গাড়িতে আমার মতো আরও কয়েকজন যাত্রী ছিলেন। আমার আসন হয় গাড়ির পিছনে। কামারপাড়া এলাকায় একজন নেমে যান। এর পরই দ্রুত গতিতে গাড়িটি ছুটতে থাকে। চোখের সামনে রাস্তায় এক ভ্যান চালককে ধাক্কা দিয়ে গাড়িটি ছুটতে থাকে। সকলে মিলে চালককে গাড়ি থামাতে বলেও কাজ হচ্ছেনা দেখে তিওড় এলাকায় নামার জন্য দরজা খুলে ফেলি। সে সময় পেছন থেকে ধাক্কা মেরে আমাকে গাড়ি থেকে ফেলে দেওয়া হয়।’’

anupratan mohanto 40 kg cumin seed rsp leader cumin seed trafficking rsp leader husband hili border
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy