আগ্নেয়াস্ত্র, গুলি-সহ পাঁচ দুষ্কৃতী পাকড়াও মুর্শিদাবাদের। রবিবার কান্দি থানার পুলিশ পাঁচ জনকে পাকড়াও করে। ধৃতদের কাছ থেকে চারটি পিস্তল, একটি ম্যাগাজিন এবং ছয় রাউন্ড গুলি উদ্ধার করেছে। পুলিশ সূত্রে খবর, গত ১ মে রাতে কান্দি থানার চড়কতলা মাঠে তিন রাউন্ড গুলি চলেছিল। ওই ঘটনায় তদন্তের প্রেক্ষিতে এই অভিযান।
স্থানীয় সূত্রে খবর, গত ১ মে চড়কতলা মাঠে পর পর গুলি চলার শব্দ পান স্থানীয়েরা। খবর যায় পুলিশের কাছে। ঘটনাস্থলে গিয়েছিলেন কান্দি থানার পুলিশ এবং কান্দি মহকুমার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক। তদন্তের সূত্র ধরে ৩ মে পাঁচ জনকে আটক করা হয়। পরে তাদের সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন করে কান্দি মহকুমা আদালতে পাঠানো হয়। আদালতে আবেদন মঞ্জুর হওয়ার পরে ধৃতদের জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। তাঁদের জেরায় পাওয়া তথ্যের ভিত্তিতে আগ্নেয়াস্ত্র এবং গুলি উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে খবর, ধৃতদের জিজ্ঞাসাবাদের পরেও সে দিন গুলি চলার কারণ স্পষ্ট হয়নি। উদ্ধার হওয়া অস্ত্র ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বলে জানানো হয়েছে। স্থানীয়দের একাংশের দাবি, এলাকায় অবৈধ অস্ত্রের চোরাচালান থেকে অসামাজিক কর্মকাণ্ড বেড়েছে। পুলিশ জানিয়েছে, দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ করা হবে।