সদ্য শেষ হওয়া যুব বিশ্বকাপের বিজ্ঞাপনে বিশ্ব বাংলার লোগো এবং মুখ্যমন্ত্রীর ছবিতে কালি লেপার ঘটনায় ন’জনকে গ্রেফতার করল পুলিশ। এই ন’জনই বিজেপি-র নানান স্তরের নেতা, কর্মী।
লেকটাউন থানার পুলিশ জানিয়েছে, গত কয়েক দিন ধরেই ভিআইপি রোডের ধারে একাধিক সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হয়েছে। সেই ফুটেজের ভিত্তিতেই বুধবার রাতে ওই নেতা-কর্মীদের ধরা হয়েছে। ধৃতদের মধ্যে রয়েছে মণিকাঞ্চন পালের মতো বিজেপি-র যুব নেতা। বৃহস্পতিবার ধৃতদের আদালতে পেশ করা হবে।
যুব বিশ্বকাপ উপলক্ষে বাঙুর থেকে দমদম পার্ক এলাকায় একশোটিরও বেশি হোর্ডিং, ফেস্টুন লাগানো হয়েছিল। তাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ছাড়াও ছিল বিশ্ব বাংলা এবং দক্ষিণ দমদম পুরসভার লোগো। গত রবিবার রাতে সে সব হোর্ডিং ও ফেস্টুনে মুখ্যমন্ত্রীর ছবি এবং বিশ্ব বাংলার একাধিক লোগোতে কালি মাখিয়ে দিয়ে যায় কেউ বা কারা। ওই এলাকা দক্ষিণ দমদম পুরসভার অন্তর্গত। দেখা যায়, সেই পুরসভার লোগোতেও কালি মাখানো হয়েছে।