স্নাতকোত্তরের পরীক্ষায় দ্বিতীয় হয়েছিলেন বলে কয়েক দিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন তরুণী। মেসের ঘর থেকে তাঁরই ঝুলন্ত দেহ উদ্ধার হল। বর্ধমানের মেঘনাদ সাহা পল্লির ঘটনা। মৃতার নাম শুভেচ্ছা ঘোষ (২৩)। তরুণীর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে বর্ধমান থানার পুলিশ।
পরিবার সূত্রে খবর, শুভেচ্ছা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। ইংরেজি নিয়ে পড়াশোনা করতেন। থাকতে মেঘনাদ সাহা পল্লির একটি মেসে। শুক্রবার সেখান থেকেই তাঁর দেহ উদ্ধার হয়। শুভেচ্ছার বাড়ি বীরভূমের সাঁইথিয়ার মনসাতলায়।
শুভেচ্ছার বাবা অশোক ঘোষ বলেন, ‘‘পড়াশোনার জন্য মেঘনাদ সাহা পল্লিতে একটি মেসে ভাড়া থাকত শুভেচ্ছা। প্রতি দিনের মতো বৃহস্পতিবার রাতে দিদির সঙ্গে ফোনে কথা বলেছিল। কিন্তু শুক্রবার সকাল থেকে আর ফোন তুলছিল না। পরে পরিবারের তরফ থেকে মেসে ফোন করলে মেসের লোক গিয়ে ঘর গিয়ে ওর ঝুলন্ত দেহ দেখতে পায়। পরে পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে।’’
পরিবারের দাবি, ছোটবেলা থেকে পড়াশোনায় ভাল শুভেচ্ছা। দ্বিতীয় সিমেস্টারে প্রথম না হতে পারায় মানসিক অবসাদে ভুগছিলেন। সেই কারণেই তিনি আত্মঘাতী হয়েছেন বলে দাবি পরিবারের। মেসের মালিক স্বপন দাস বলেন, ‘‘অনেক রাত পর্যন্ত শুভেচ্ছা জেগে ছিল।’’
বর্ধমান থানার পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা ঋজু করে দেহটি ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিক্যাল কলেজের পুলিশ মর্গে পাঠিয়েছে।