Advertisement
১১ ডিসেম্বর ২০২৪
WAQF Amendment Bill

ওয়াকফ নিয়ে কথা, রাজ্যে আসছে যৌথ সংসদীয় কমিটি

তাড়াহুড়ো করে ওয়াকফ সংশোধনী বিল পাশ না করার দাবি তুলেছেন বিরোধীরা। লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি দিয়ে গভীর ভাবে পর্যালোচনা এবং বিভিন্ন পক্ষের মতামত জানার জন্য সময় নেওয়ার দাবিও তুলেছিলেন তাঁরা।

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০২৪ ০৭:০০
Share: Save:

ওয়াকফ সংশোধনী আইন নিয়ে চলতি বিতর্কের মধ্যেই রাজ্যে আসতে পারে সংশ্লিষ্ট বিষয়ে সংসদীয়যৌথ কমিটি। বিভিন্ন পক্ষের সঙ্গে কথা বলা এবং মতামত গ্রহণ তার অন্যতম লক্ষ্য বলে মনে করছেপ্রশাসনিক মহল।

তাড়াহুড়ো করে ওয়াকফ সংশোধনী বিল পাশ না করার দাবি তুলেছেন বিরোধীরা। লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি দিয়ে গভীর ভাবে পর্যালোচনা এবং বিভিন্ন পক্ষের মতামত জানার জন্য সময় নেওয়ার দাবিও তুলেছিলেন তাঁরা। এই পরিস্থিতিতে রাজ্যে আসার কথা রয়েছে এ ব্যাপারে লোকসভার যৌথ সংসদীয় কমিটির সদস্যদের। সূত্রের দাবি, সব ঠিক থাকলে ১১ নভেম্বর কমিটির সদস্যরা আসতে পারেন রাজ্যে। রাজ্যে এসে সংখ্যালঘু দফতরের কর্তা, ওয়াকফ বোর্ড, সংখ্যালঘু কমিশন-সহসংশ্লিষ্ট প্রতিটি পক্ষের সঙ্গে কথা বলবেন কমিটির সদস্যরা। বিশ্লেষকদের একাংশের বক্তব্য, এই বিষয়ে কমিটির মধ্যেই মতানৈক্য রয়েছে। এ নিয়ে বিরোধী শিবির থেকে দেখা যাচ্ছে তীব্র প্রতিক্রিয়াও। সেই আবহে যৌথ সংসদীয় কমিটির প্রস্তাবিত রাজ্য সফরের সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ। প্রসঙ্গত, ইতিমধ্যেই যৌথ সংসদীয় কমিটির চেয়ারম্যান জগদম্বিকা পালের বিরুদ্ধে একতরফা সিদ্ধান্তগ্রহণের অভিযোগ তুলে ওম বিড়লার দ্বারস্থহয়েছেন বিরোধীরা।

আধিকারিক মহল জানাচ্ছে, ১৯৫৪ সালে ওয়াকফ আইন পাশ হলেও, ১৯৯৫ সালে তার সংশোধনীতে ওয়াকফ বোর্ডকে সব ক্ষমতা দেওয়া হয়। কোনও সম্পত্তিকে ওয়াকফ বলে ঘোষণা করার অধিকারও ওই বোর্ডের রয়েছে। বিরোধীদের অভিযোগ অন্তত একশো ধরনের সংশোধনী আনতে চাইছে কেন্দ্র। এখানেই আপত্তি তুলেছেন তাঁরা। ফলেসংসদীয় যৌথ কমিটির রাজ্য সফর যে খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে, বর্তমান ঘটনাপ্রবাহ থেকে তা-ই মনে করছেন প্রশাসনিকপর্যবেক্ষকদের একাংশ।

অন্য বিষয়গুলি:

WAQF Amendment Bill Waqf Bill Waqf Board
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy