E-Paper

ধরা পড়ার পরে উত্তরপত্র ফেলে দৌড়

স্বভাবতই প্রশ্ন উঠেছে, প্রায় পৌনে তিন ঘণ্টা ধরে ওই পরীক্ষার্থী কী ভাবে পরীক্ষকদের নজর এড়িয়ে মোবাইল খুলে লিখে গেল?

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ ফেব্রুয়ারি ২০২৪ ০৬:১৯
exam

—প্রতীকী ছবি।

পরীক্ষার প্রথম থেকেই মাথা নিচু করে লিখে যাচ্ছিল মেয়েটি। পরীক্ষা শেষের মিনিট ১৫ আগে পরীক্ষক ধরতে পারেন, লেখার সময়ে মোবাইল ব্যবহার করছে সে।

এরপরে যা ঘটল, তাতে কার্যত হতবাক হয়ে যান বুধবার উচ্চ মাধ্যমিকে উত্তরবঙ্গের পরীক্ষাকেন্দ্রের অন্য পরীক্ষার্থী এবং পরীক্ষকও। মেয়েটি খাতা ফেলে পরীক্ষাকেন্দ্র থেকে ছুটে পালানোর চেষ্টা করে। শেষমেষ কোনও রকমে পুলিশ তাকে স্কুলের গেটে ধরে ফেলে।

স্বভাবতই প্রশ্ন উঠেছে, প্রায় পৌনে তিন ঘণ্টা ধরে ওই পরীক্ষার্থী কী ভাবে পরীক্ষকদের নজর এড়িয়ে মোবাইল খুলে লিখে গেল? সূত্রের খবর, মেয়েটির কাছে প্রশ্নের উত্তর আসছিল মোবাইলে। সেটা দেখে সে লিখছিল। অনুমান করা হচ্ছে, প্রশ্ন পেয়ে সে-ই কোনও ভাবে তা মোবাইল মারফত বাইরে পাঠায়। তবে প্রশ্ন বাইরে গেলেও তা সমাজমাধ্যমে ভাইরাল হয়নি বলেই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের দাবি। বুধবার সংসদ জানিয়েছে, এ দিন রাজ্যজুড়ে সাত জন পরীক্ষার্থী মোবাইল-সহ ধরা পড়েছে। তাদের মধ্যে অধিকাংশই ছাত্রী।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Exam cheating

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy