ভারসাম্য হারিয়ে চলন্ত মোটরবাইক থেকে পড়ে গিয়ে কলকাতাপুরসভার পিচের গাড়ির চাকায় পিষ্ট হয়ে গেলেন এক যুবক। শুক্রবার দুপুর তিনটে নাগাদ ঘটনাটি ঘটেছে এন্টালি থানা এলাকার সিআইটি রোডে ফিলিপস মোড়ের কাছে। ওই যুবককে এন আর এস মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে, মৃতের নাম সৌম্যদীপ বন্দ্যোপাধ্যায় (৩৪)। তাঁর বাড়ি উত্তর ২৪ পরগনার নোয়াপাড়ায়।
প্রাথমিক তদন্তের পরে পুলিশ জেনেছে, এক জনের মোটরবাইকের পিছনে বসে আসছিলেন সৌম্যদীপ। ফিলিপস মোড়ের কাছে দাঁড়িয়ে থাকা একটি ট্যাক্সির দরজা আচমকা খুলে গেলে সেটির সঙ্গে ধাক্কা লাগে বাইকের। তার ফলেই ভারসাম্য হারিয়ে রাস্তায় ছিটকে পড়েন সৌম্যদীপ। সেই সময়ে পিছন থেকে আসছিল কলকাতা পুরসভার পিচের গাড়িটি। সেটির চাকা ওই যুবককে পিষে দেয়।
পুলিশ সূত্রের খবর, ঘটনার পরেই ট্যাক্সিচালক, বাইকচালক এবং পিচের গাড়ির চালক এলাকা ছেড়ে পালান। তবে পিচের গাড়িটি আটক করেছে পুলিশ। খোঁজ শুরু হয়েছে তিন পলাতকের। সিসি ক্যামেরার ফুটেজ দেখে ট্যাক্সি ও বাইকটি চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা।
প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, ওই মোটরবাইকটি অ্যাপ-বাইক। সৌম্যদীপ কোথা থেকে কোথায় যাচ্ছিলেন, তা জানার চেষ্টা চলছে। ঘটনার তদন্তভার নিয়েছে লালবাজারের ট্র্যাফিক বিভাগের ফেটাল স্কোয়াড।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)